মাথা আছে অথচ লেজ নেই, এ আবার কেমন মাছ! কোন অশুভর ইঙ্গিত নয় তো!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সমুদ্র অথবা নদী থেকে মৎস্যজীবীদের জালে বিভিন্ন সময় আজব আজব মাছ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। শোরগোল পরে মূলত সেই সকল মাছের আকার অথবা দাম নিয়ে। তবে এবার এমন একটি মাছ মৎস্যজীবীদের জালে পড়ল, যা নিয়ে কৌতুহল আরও পাঁচ গুণ বেড়ে গিয়েছে। কৌতুহল বেড়েছে মূলত মাছটির আকার নিয়ে।

সাধারণত প্রতিটি মাছের ক্ষেত্রেই দেখা যায় মাথা, দেহ এবং লেজ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার দীঘার (Digha) সমুদ্রে এমন একটি মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে যার মাথা দেহ থাকলেও লেজ নেই (Rare Fish)। এর আগে এমন ধরনের কোন মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে কিনা মনে করতে পারছেন না স্থানীয়রা।

অদ্ভুত দেখতে এমন মাছটি দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আনার পর রীতিমতো তা দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। শুধু হুড়োহুড়ি পড়েছে এমন নয়, এর পাশাপাশি এই মাছটিকে নিয়ে শুরু হয়েছে নানান গল্প। কেউ কেউ দাবি করেছেন এই মাছ খাওয়ার জন্য নয়। কেউ কেউ আবার দাবি করছেন, এই ধরনের মাছ জালে পড়া অশুভ ইঙ্গিত। তবে সেসব যাই হোক না কেন আজব এই মাছ দেখতে ভিড় জমে মৎস্য নিলাম কেন্দ্রে।

মৎস্য ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, অদ্ভুত এই মাছটি ধরা পড়ে সুভাষ সাহুর ট্রলারে। মাছটি দেখতে গোলাকার। মাছটির মাথা ও দেহ থাকলেও লেজ নেই। মাছটির মুখের গঠন অনেকটা তেলাপিয়া মাছের মতো। যদিও তেলাপিয়া মাছের থেকে অনেক বড়। আবার দেহ বড় হলেও মাছটির মুখ তুলনামূলক অনেক ছোট। সচরাচর দেখতে না পাওয়া এই মাছটিকে স্থানীয়রা বৃহন্নলা মাছ বলে থাকেন।

স্থানীয় বাসিন্দা সত্য রঞ্জন জানা জানিয়েছেন, এই ধরনের মাছ সচরাচর দেখা যায় না। উড়িষ্যা থেকে জালে ধরে পড়ার পর সেই মাছটি এখন আনা হয়েছে দিঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। মাছটিকে অনেকে বৃহন্নলা মাছ বলছেন। তবে এই মাছের সঠিক কি নাম রয়েছে তা জানা নেই।