Shiksha Ratna Award Return: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন এক শিক্ষক

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ গত ৯ আগস্ট আরজি করে ঘটেছে নৃশংস ঘটনা, যে নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরতাজা মহিলা চিকিৎসক। যে ঘটনার প্রতিবাদ এখন রাজ্যের বিভিন্ন কোণার পাশাপাশি চলছে দেশ বিদেশের বিভিন্ন অংশে। আর এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার শিক্ষারত্ন (Shiksha Ratna Award Return) ফিরিয়ে দিলেন এক শিক্ষক।

Advertisements

আরজি কর কাণ্ডের প্রতিবাদে একদিকে যেমন চারদিকে চলছে প্রতিবাদ মিছিল, আন্দোলন, সেই রকমই আবার একের পর এক পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান ফিরিয়ে দিচ্ছে। তবে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা রাজ্যে প্রথম ঘটলো। যে কারণে ওই শিক্ষক রীতিমত নজির তৈরি করেছেন।

Advertisements

রাজ্যে তৃণমূল সরকারে আসার পর ২০১১ সাল থেকে শিক্ষক দিবসের দিন বিশিষ্ট শিক্ষকদের হাতে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড তুলে দেওয়ার বন্দোবস্ত করে আসছে রাজ্য সরকার। সেই মতো ওই বছর শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের জন্য অনুমোদিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। কিন্তু শিক্ষক দিবসের দিনেই তিনি ওই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড ফিরিয়ে দিচ্ছেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেন।

Advertisements

আরও পড়ুন : Teachers Pension: শিক্ষকদের কপাল খুলল শিক্ষা দপ্তরের ঘোষণায়, পেনশন নিয়ে নেওয়া হল নতুন সিদ্ধান্ত

আরজি কর কাণ্ডে যারা দোষী তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি যাতে হয় সেই দাবির পরিপ্রেক্ষিতেই শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। এর পাশাপাশি তিনি দাবী করেছেন, তার যেন কোথাও মনে হচ্ছে আরজি কর কাণ্ডে আসল দোষীদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। শিক্ষক হিসেবে যা তিনি মেনে নিতে পারছেন না এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের দেওয়া এমন পুরস্কার ফিরিয়ে দিলেন।

অরূপ কুমার দাস কাঁথি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক এবং বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিকভাবেই তার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisements