Mid day Meal: গরমে মিড ডে মিলের তালিকায় বদল! এই স্কুলের খাবারে যোগ হল নতুন নতুন খাবার

নিজস্ব প্রতিবেদন : পড়ুয়াদের পুষ্টির যাতে অভাব না হয় তার জন্য সরকারের তরফ থেকে দেওয়া হয় মিড ডে মিল (Mid day Meal)। পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় মিড ডে মিলের খাবারের তালিকায় নানান পরিবর্তন আনা হয়। কখনো কখনো পরিবর্তন আনা হয় মরশুমের উপর নির্ভর করে। ঠিক সেইরকমই গরমের কথা মাথায় রেখে মিড ডে মিলের খাবারে যুক্ত হল নতুন নতুন খাবার।

শীতকালে নানান ধরনের শাক সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে সেই সকল শাকসবজি সহজলভ্য হয়ে যায়। যার ফলে মিড ডে মিলের তালিকায় জায়গা পায় নানান ধরনের শাকসবজি। তবে গ্রীষ্মকালে যাতে পড়ুয়াদের শরীর ঠিক থাকে, তার জন্য খাবারে পরিবর্তন আনার দরকার বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর সেই কথা মাথায় রেখেই একটি স্কুলের মিড ডে মিলের খাবারের বদল আনা হলো।

মিড ডে মিলের জন্য প্রতিদিনই ভাত, ডাল আর তার সঙ্গে কোনো না কোনো সবজি রান্না করা হয়। গরমে এই ভাত, ডাল, ডিম ইত্যাদি খেয়েও যাতে পড়ুয়ারা সুস্থ থাকে তার জন্য ডালে স্কুলের কাঁচা আম দেওয়ার বন্দোবস্ত করা হলো নারায়ন দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে। আর ডালে কাঁচা আম মিশিয়ে দেওয়ার ফলে টকডাল, আলু সিদ্ধ ও ডিম সিদ্ধ দিয়ে চেটেপুটে খাবার খাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুন 👉 Traffic Rules: গরম থেকে বাঁচতে গাড়িতে অনেকেই লাগাচ্ছেন এই জিনিস, তবে পুলিশ ধরলেই লাগবে ১০০০০ টাকা জরিমানা

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গরমে সবসময় সহজপাচ্য খাবার দেওয়ার প্রচেষ্টা তাদের তরফ থেকে চালানো হচ্ছে। এই বছর তাদের স্কুলের কাছে অনেক আম হয়েছে। আর সেই কাঁচা আম পড়ুয়াদের ডালের সঙ্গে মিশিয়ে ডালকে টক ডালে পরিণত করা হচ্ছে। এর ফলে খাবারের স্বাদ যেমন বেড়ে যাচ্ছে ঠিক সেই রকমই আবার গরমে তা পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারে আসবে।

এর পাশাপাশি ওই স্কুলের তরফ থেকে স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে পাতিলেবু, উচ্ছে ইত্যাদি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। গরমে এই সকল খাবার সবই পড়ুয়াদের অনেক উপকারে আসবে। পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির জন্য বেদানাও দেওয়া হচ্ছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতি সপ্তাহে খাবারের মেনু ঠিক করা হয়ে থাকে। অন্যদিকে এই গরমের কথা মাথায় রেখে যতটা সম্ভব কম তেল, কম মশলা দিয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্না করা হচ্ছে বলেও জানানো হয়েছে।