নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে ছোট হোক অথবা বড়, প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকাটা খুব জরুরী হয়ে দাঁড়িয়েছে। বড়দের ক্ষেত্রে যেমন ব্যবসা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট জরুরী, সেই রকমই ছোট ছোট স্কুল পড়ুয়াদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে স্কলারশিপ পেতে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জরুরী।
সরকারি থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কে এমনিতে অ্যাকাউন্ট করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয়। যে কারণে অনেকেই রয়েছেন যারা তাদের সন্তানদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করান না। তবে এবার একেবারে ন্যূনতম খরচে এবং কোনরকম কাগজপত্র ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার পদক্ষেপ নিল একটি স্কুল। সরকারি ওই স্কুলের তরফ থেকে সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
যে স্কুল এমন উদ্যোগ নিয়েছে সেই স্কুলটি হল বীরভূমের সিউড়ির সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল। ওই স্কুলের তরফ থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। মাত্র ১০০ টাকার বিনিময়ে কোনরকম কাগজপত্র জমা না দিয়েই ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য খারাপ খবর, বেড়ে গেল ঋণের উপর সুদের হার
সিউড়ির ওই স্কুলটির তরফ থেকে ইন্ডিয়া পোস্ট অফিসের সহযোগিতায় এমন অ্যাকাউন্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন অ্যাকাউন্ট করানোর জন্য আগামী ২১ আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছে। ঐদিন যে সকল পড়ুয়ারা এমন অ্যাকাউন্ট করাতে ইচ্ছুক তারা স্কুলে বসে অ্যাকাউন্ট করাতে পারবে। তবে এমন অ্যাকাউন্ট করানোর ক্ষেত্রে পড়ুয়াদের ন্যূনতম বয়স হতে হবে ১০ বছর। তবে এমন অ্যাকাউন্ট করানোর আগে মঙ্গলবার তাদের নাম নথিভুক্ত করতে হবে স্কুলে।
এমন ডিজিটাল অ্যাকাউন্ট করানোর ক্ষেত্রে কোনরকম কাগজপত্র জমা দিতে না হলেও নথি হিসাবে আধার কার্ড বা নম্বর, অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকবে এমন একটি একটি সক্রিয় মোবাইল নম্বর এবং ১০০ টাকা দিতে হবে। এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত রাহা জানিয়েছেন, ‘খরচ হিসাবে ২০০ টাকা চাওয়া হলেও আমাদের তরফ থেকে কথা বলে ওই খরচ ১০০ টাকা করানো হয়েছে।’