নিজস্ব প্রতিবেদন : কোথায় আছে ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। এই প্রবাদটি বিমানের প্রয়োগ করা যেতে পারে। কেননা বিমানের জন্য স্বাচ্ছন্দের রাস্তা হল আকাশ, তবে তাকে যদি মাটিতে নামানো হয় তাহলে কি হতে পারে সেই ঘটনার সাক্ষী থাকলো বিহার (Bihar Plane Video)। কেননা বিহারে একটি বিমান আটকে যায় ব্রিজের নিচে। আর এর ফলে রীতিমত কেলেঙ্কারি অবস্থা তৈরি হয়। ট্র্যাফিক জ্যামে যেবার হতে থাকেন সাধারণ মানুষরা।
রাস্তায় বিমান আটকে যাওয়ার ঘটনা অবশ্য বিহারে এই প্রথম নয়। তবে এই ধরনের ঘটনা অবশ্যই বিরল। এর আগে একই ঘটনা দেখা গিয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকেও। সেবার এমন ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। বায়ুসেনার পরিত্যক্ত একটি পণ্যবাহী বিমান ট্রেলারে করে নিয়ে যাওয়ার সময় দুর্গাপুরের স্টিল কারখানার মেন গেট সংলগ্ন ব্রিজে গিয়েছিল। ঠিক একই রকম ঘটনার সাক্ষী থাকলো এবার বিহারের মতিহারি।
বিহারের মতিহারিতে ব্রিজের নিচে এমন বিমান আটকে যাওয়ার ঘটনাটি ঘটে শুক্রবার। যে বিমানটি ব্রিজের নিচে আটকে যায় সেটি একটি পরিত্যক্ত বিমান এবং সেটিকে সড়ক পথে মুম্বাই থেকে আসাম নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেলারের মত গাড়িতে চাপিয়ে ওই বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মুম্বাই থেকে বিহারের বাকি অংশ পর্যন্ত ঠিকঠাক ভাবে বিমানটি চলে এলেও গোল বাঁধে মতিহারির পিঁপড়াকোঠি ব্রীজের কাছে।
আরও পড়ুন ? বড়দিনের আগে দেশকে বড় উপহার TATA-দের! এবার Air India-র বিমান সফর হবে আরও আরামদায়ক
ট্রেলারের ওপর শোয়ানো থাকা বিমানটির উচ্চতার পরিপ্রেক্ষিতে ওই ব্রিজের উচ্চতা একপ্রকার সমান সমান ছিল। ট্রেলারের চালক বিমানটি ব্রিজে আটকাবে না আন্দাজ করলেও তা হয়নি। ব্রিজ পার হওয়ার জন্য ব্রিজের তলে প্রবেশ করতেই সেটি আটকে যায়। এমনভাবে আটকে যায় যে তারপর থেকে আর ওই ট্রেলার নড়তে চড়তে পারে না। দীর্ঘক্ষণ ধরে ব্রীজের নিচে আটকে থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়।
#WATCH | A scrapped aeroplane being transported by a truck got stuck in the middle of the road under Piprakothi bridge in Bihar's Motihari, earlier today.
The plane was being taken to Assam from Mumbai. pic.twitter.com/bSoCNHooIF
— ANI (@ANI) December 29, 2023
এমন পরিস্থিতিতে যখন ট্রাক চালক কি করবেন বুঝে উঠতে পারছেন না সেই সময় স্থানীয় বাসিন্দারা ওই ট্রাক চালককে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিমানটি ব্রিজের তল থেকে বের হতে সক্ষম হয়। তবে ব্রিজের সঙ্গে ধাক্কার ফলে বিমানের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।