নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তে মুহূর্তে নানান আজব থেকে আকর্ষণীয় ভিডিও ছড়িয়ে পড়তে লক্ষ্য করা যায়। আর এই সকল ভিডিওগুলির মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে পড়ে বন্য জীব, বিশেষ করে নানান ধরনের সাপের ভিডিও। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো আবারও।
সাপের নানান ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি এই সকল সাপেদের ধরা, গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার করা এবং তাদের পুনর্বাসন দেওয়ার ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে এক যুবক একপ্রকার খালি হাতে একটি আস্ত কিং কোবরাকে ধরতে গিয়েছিলেন। কিন্তু ওই কিং কোবরাই ওই যুবককে এমন চমকে দিয়েছে যে, ওই যুবক নিজেই ভয়ে হতভম্ব হয়ে পড়েন।
ভাইরাল হওয়া এই ভিডিওটি থেকে জানা যাচ্ছে, এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার বেলথাঙ্গাডির। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্থানীয় কোন একটি বাথরুমের মধ্যে পেল্লাই একটি কিং কোবরা সাপ ঢুকে পড়েছে। সেই সাপটিকে ধরার জন্য ওই যুবক সেখানে যান। দু’হাতে সাপ ধরার সরঞ্জাম থাকলেও একটা সময় তিনি ভেবে ফেলেন সাপটি আয়ত্তে চলে এসেছে।
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 7, 2021
তারপর তিনি হাতের সেই সরঞ্জাম মাটিতে রেখে খালি হাতেই ওই সাপের লেজ ধরেন। পেল্লাই ওই সাপটির সামনের অংশ বাথরুমের অন্ধকারের মধ্যে ছিল। যে কারণে কিছু টের পাওয়া যায়নি। এই সময়ে এই সাপটি একেবারে ছোবল তুলে কয়েক ফুট উঁচু হয়ে হঠাৎ ওই যুবকের সামনে চলে আসে। হঠাৎ এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই যুবক এবং ভয়ে হাতের লাঠি ছুঁড়ে ফেলেন।
Full video ? pic.twitter.com/XU6F4sl3c0
— ???????? (@Srikanth_789) September 7, 2021
এই মুহূর্তের ঘটনা খুবই ভয়ঙ্কর হলেও পরিস্থিতি এমন রূপ নেয় যে তা ভয়ঙ্করের পাশাপাশি হাস্যকরও হয়ে পড়ে। যে কারণে ওই ভিডিওটি ফরেস্ট অফিসার প্রবীণ কাসওয়ান সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এই ভিডিও একটি সতর্কতা বার্তাও দেয়, এইভাবে কখনোই সাপ ধরতে যাওয়ার মত পদক্ষেপ যেন অন্য কেউ না উঠান।