অদ্ভুত কারণে ভারতের এই রেল স্টেশনের নেই কোন নাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে গণমাধ্যমের অন্যতম মেরুদন্ড হলো ট্রেন পরিষেবা। যে কারণে এই ট্রেন পরিষেবাকে সাজিয়ে তোলার জন্য বছরভর কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো না কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। ভারতে ইতিমধ্যে কমকরে ৮ হাজার রেল স্টেশন রয়েছে।

Advertisements

এই সকল রেল স্টেশনগুলি মূলত দু’টি দিক দিয়ে একে অপরের থেকে আলাদা। একটি দিক হলো স্টেশনের নাম এবং দ্বিতীয়টি হলো স্টেশনের কোড। কিন্তু এসবের বাইরেও ভারতে এমন একটি স্টেশনের খোঁজ পাওয়া গিয়েছে যা অন্যান্য প্রতিটি স্টেশনের থেকে আলাদা। কারণ এই স্টেশনের কোন নামই নেই।

Advertisements

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নাম না থাকায় রেল স্টেশনটি ভারতবর্ষের অন্য কোন রাজ্যে নয় বরং পশ্চিমবঙ্গেই অবস্থিত। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রেল স্টেশনটি। এই রেল স্টেশনটি অবস্থিত বাঁকুড়া মাসগ্রাম রুটে। আগে এই রেলস্টেশনের নাম ছিল রায়নগর। টিকিটও দেওয়া হতো ওই নামে। তবে বিচিত্র এক কারণে এখন এই রেল স্টেশনে কোন নাম নেই, বরং রয়েছে কেবল ফাঁকা হলুদ বোর্ড।

Advertisements

আসলে এই রেল স্টেশনটি অবস্থিত রায়না এবং রায় নগর এই দুটি গ্রামের মধ্যবর্তী অংশে। দুটি গ্রামের মধ্যবর্তী অংশে এই রেলস্টেশন হওয়া সত্বেও নাম রায়নগর দেওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠেন রায়না গ্রামের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। রায়না গ্রামের বাসিন্দাদের দাবি, এই রেল প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে তাদের গ্রামের জমির উপর। তাই নাম রায়না হওয়া উচিত।

পরে এই দুই গ্রামের বিবাদের খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছে। সেখানে মীমাংসা না হলে তা পৌঁছে যায় রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে। এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এই রেলস্টেশনের হলুদ বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্টেশনের নাম। যদিও এখনও রায়নগর নামেই ট্রেনের টিকিট বিক্রি করা হয়ে থাকে।

Advertisements