গরুর কষ্ট লাঘব করতে হেলিকপ্টারের সাহায্য নিলেন মালিক

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গল্পের গরু গাছে চরে, এমনটা সকলেরই জানা। তবে গরুকে হেলিকপ্টারের সাহায্য নিয়ে আকাশপথে উড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার মতো ঘটনা সচরাচর চোখে পড়ে না। সচরাচর এই ছবি চোখে না পড়লেও সম্প্রতি এমন একটি ভিডিও দেখা গিয়েছে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। তবে ওই গরুকে হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে ওড়ানোর মূলে রয়েছে গরুর মালিকের সহানুভূতি, মানবিকতা। ওই গরুর কষ্ট লাঘব করতেই মালিকের এমন সিদ্ধান্ত।

Advertisements

অবিশ্বাস্য এমন ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডে। যেখানে হেলিকপ্টারের সাহায্যে ওই গরুটিকে পাহাড় থেকে সমতলে নামিয়ে নিয়ে আসা হয়। আর এমন ঘটনার ভিডিও বুধবার আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম টুইট করে। যে ভিডিওটিতে দেখা গিয়েছে, গরুটিকে দড়ি বেঁধে হেলিকপ্টারের সাথে আল্পস পর্বতের সমতলের একটি জায়গায় নামানো হচ্ছে। আর গরুটি চুপটি করে হেলিকপ্টারের সাহায্যে পাহাড় থেকে সমতলে নেমে আসছে।

Advertisements

কিন্তু কেন এইভাবে গরুটিকে হেলিকপ্টার এর সাহায্যে পাহাড় থেকে সমতলে আনা হলো? এ বিষয়ে ওই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সুইজারল্যান্ডের এক কৃষক কয়েকটি গরুকে আল্পস পর্বত থেকে সমতলে আনার পরিকল্পনা করেন। আর সে সময় দেখা যায় একটি গরুর পায়ে চোট রয়েছে। চোটের কারণে গরুটি ঠিকঠাক হাঁটতে পারছিল না। এরপর ওই কৃষক সিদ্ধান্ত নেন গরুটিকে অন্য কোন গাড়িতে করে সমতলের নিয়ে আসবেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় তার আবার মনে হয় তাতে যদি গরুটির আরও বেশি চোট পায়! আর এসব কথা ভেবেই সরাসরি হেলিকপ্টারের সাহায্যে নিচে নামানোর সিদ্ধান্ত নেন তিনি।

Advertisements

কৃষকের ওই সিদ্ধান্তের পর পরিকল্পনামাফিক হেলিকপ্টারের সাহায্যে গরুটিকে সমতলে নামানো হয়। আর ওই কৃষকের এমন মানবিক দিক নজর কাড়ে নেট দুনিয়ার। মুহুর্তের মধ্যে ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। পাশাপাশি সোশ্যাল নাগরিকদের মন্তব্য, মানুষের মানবিকতা এখনো অটুট রয়েছে বলেই এখনও এই বিশ্ব টিকে আছে।

Advertisements