আবর্জনায় প্লাস্টিক কুড়াতে গিয়ে রামপুরহাটে বোমা ফেটে আহত বালক

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি রয়েছে রামপুরহাট পৌরসভার পৌর নির্বাচন। তবে এই নির্বাচনের আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো রামপুরহাটে। মঙ্গলবার সকালে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন এক বালক। যিনি বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার এমন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে রামপুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনপট্টি এলাকায়। শহরের মাঝে এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ভীতি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রামপুরহাটের মহাজনপট্টি ওই এলাকায় জঞ্জাল থেকে এদিন সকালে এক বালক পুরাতন জিনিসপত্র কুড়াচ্ছিলেন। কিন্তু সেই জঙ্গলের মধ্যে বোমা লুকানো ছিল। বোমা লুকানোর ঘটনা স্বাভাবিকভাবেই ওই বালকের জানা ছিল না। সেই সময় ওই আবর্জনার মধ্যে লুকানো থাকা বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন ওই বালক। আহত বালকের নাম মুকসেদ শেখ।

জঙ্গলের ভেতর থেকে পুরাতন জিনিসপত্র কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণের এই ঘটনায় ওই বালকের ডান হাতের কব্জি পর্যন্ত উড়ে গিয়েছে। পাশাপাশি তার মুখে এবং শরীরে আঘাত লেগেছে। কে বা কারা ওই জায়গায় এই ভাবেই বোমা লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

ঘটনার পর স্থানীয় যুবকরা রাকেশ দাস জানিয়েছেন, “বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি বোমা বিস্ফোরণ হয়েছে। তারপর বাড়ি থেকে বেরিয়ে দেখি প্রচুর লোক। জানতে পারি জঞ্জাল থেকে পুরাতন জিনিসপত্র কুড়াতে গিয়ে এক বালক বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে।”