সোশ্যাল মিডিয়াতে (Social Media) কতকিছুই ভাইরাল হয়। আর মাঝে মাঝেই কিছু আজব ঘটনা দেখতে পাই আমরা সোশ্যাল মিডিয়াতে (Social Media)। সম্প্রতি এক যাত্রী ট্রেনের সিট দখল হওয়া আটকাতে অদ্ভুত এক কাজ করে বসলেন। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) হলো ভাইরাল (Viral)।
ট্রেনে (Train) উঠে সিট (Seat) পাওয়ায় জন্য রীতিমতো কসরত করা, আর তারপর সেই সিট ধরে রাখা এক কঠিন কাজ। ট্রেনে যদি আপনি আপনার জায়গা ছেড়ে একটু এদিক ওদিক গেছেন, ওমনি আপনার সিটে বসে পড়েন অন্য এক যাত্রী। এমনকী ব্যাগ রেখে গেলেও অনায়াসে অন্য কেউ ব্যাগ সরিয়ে আপনার সিটে বসে পড়তেই পারে। তাই এবার এক আজব কায়দায় ট্রেনের সিট রাখার ফন্দি এঁটেছেন এক যাত্রী। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি বসে আছেন ট্রেনে এবং তার পাশেই একটি কালো রঙের ব্যাগ রাখা আছে। আর সেই ব্যাগের উপরে বেশ একটি বড় কাগজে লেখা রয়েছে, এখানে কেউ বসবেন না, আমি হিসু করতে গেছি। নিজের সিটে যাতে অন্য কেউ বসে না পড়েন তার জন্য এমন কথাই লিখে রেখেছেন এক ট্রেনযাত্রী। সিট রাখার জন্য এমন পন্থাও যে অবলম্বন করা যায় তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
আর এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সেই যাত্রী কেনো এমন কাজ করেছেন সেটা অনেক ট্রেনযাত্রীই নিজেদের অভিজ্ঞতা দিয়ে মেলাতে পেরেছেন।
আসলে ট্রেনে হামেশাই একজন সিট ছাড়লে অন্য যাত্রী সেই আসন দখল করার মরিয়া চেষ্টা করে। ফলে ট্রেনে সিট পেয়ে হারালে দূরপাল্লার যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়েই গন্তব্যে যেতে হয়। রোজকার ট্রেন যাত্রায় এমনভাবেও যে সিট রাখা যায় সেটা দেখেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।