টিনের চালায় বাস, কন্ঠে স্বরস্বতী, গান গেয়ে চমক তরুণীর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে বসবাস করেন। তবে তারা দারিদ্র সীমার মধ্যে বসবাস করলেও তাদের প্রতিভার অভাব থাকে না। আর বর্তমানে এই সকল প্রতিভা ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম হুগলির চাঁদমনি হেমব্রম নামে এক আদিবাসী তরুণীকে খালি গলায় গান গেয়ে চমক দিতে। চাঁদমনি হেমব্রম এখন বলিউড থেকে টলিউড বিভিন্ন জায়গায় গান করার সুযোগ পেয়েছেন। ঠিক তেমনই আরও এক প্রতিভাবান তরুণ এর খোঁজ মিলল সোশ্যাল মিডিয়ার দৌলতে, যিনিও কিনা টিনের চালায় বাস করে গান গেয়ে চমক দিয়েছেন সোশ্যাল নাগরিকদের। আর এই সকল তরুণ-তরুণীরাই বর্তমানে প্রমাণ করছেন যে আর্থিক অসচ্ছলতা বা অন্য কোনো বাধা প্রতিভার প্রতিবন্ধী হয়ে উঠতে পারে না।

Advertisements

সম্প্রতি এমনই একটি গান লালন কন্যা শ্যামা নমঃ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়। যে গানটিতে দেখা গিয়েছে শ্যামা নমঃ নামের ত্রিপুরা রাজ্যের আগরতলার ওই তরুণী রাঘব চট্টোপাধ্যায়ের ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গানটি গেয়েছেন। ওই তরুণী একজন সংগীতশিল্পী বলে জানা গিয়েছে। ছোট থেকেই তিনি গান গান এবং গান গাওয়ার শখ রয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় এই গান পোস্ট হতেই সোশ্যাল নাগরিকরা তার কণ্ঠস্বরেও মুগ্ধ হয়েছেন। ওই তরুণী এইগানটি ছাড়াও নিয়মিত গান গেয়ে তার ফেসবুকে পোস্ট করেন।

Advertisements

Advertisements

তরুণীর ফেসবুক প্রোফাইল এবং গান গাওয়ার সময় পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে এটুকু টের পাওয়া যায় আর্থিকভাবে তারা মোটেই স্বচ্ছল নন। বাড়ি বলতে যে টুকু বোঝা গিয়েছে তা হল সম্পূর্ণটাই টিনের চালা। অর্থাৎ দেওয়াল থেকে শুরু করে চাল পর্যন্ত টিন। তবে তিনি একের পর এক গান তার ফেসবুকে পোস্ট করার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আর এই জনপ্রিয়তার কারণে সম্প্রতি তাঁর গাওয়া ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গানটির ভিডিও পৌঁছে যায় মূল শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কাছেও। আর ওই তরুনীর গলায় গানটি শুনে রাঘব চট্টোপাধ্যায়ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

রাঘব চট্টোপাধ্যায় ওই তরুণীর গান শুনে প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি ওই গানে একটি কমেন্ট করেছেন বলেও জানিয়েছেন ওই তরুণী। তিনি পরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে লিখেছেন, “আজ সত্যি একটা জিনিস না শেয়ার করে পারলামনা।।হয়তো এটা আমার জিবনের শ্রেষ্ঠ পাওয়ার মধ্যে একটা।।আর সেটা আজ পেলাম।সেই খুশিটা আমি শেয়ার করতে চাই।। আমি যে মানুষটার গান গাইলাম #চঁাদ #কেনো #আসেনা #আমার #ঘরে । তিনি এত বড় মাপের শিল্পী #Raghab #Chatterjee তিনি নিজে আমার গানে Comment করেছেন??? আমায় আশীর্বাদ করেছেন আমার অনেক বড় প্রাপ্তি এটা ।। সত্যি আমি স্বপ্নে ও ভাবতে পারিনী..আমার ভাষা নেই কি বলবো thnx to god..ভগবান আমাকে এতটা আশীর্বাদ দিয়েছে আমার পাশে আছে। আর আপনাদের এতটা support পেয়েছি ভালোবাসা পেয়েছি কৃতজ্ঞতা রইলো সকলের প্রতি ।।। আবারও অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে??? Raghab sir কে মূলবান কমেন্ট করার জন্যে ????????।। এমনভাবেই সবাইকে পাশে চাই।। ধন্যবাদ সবাইকে। ???।”

Advertisements