বিশ্বের আজব স্টেশনগুলির মধ্যে অন্যতম এটি, যেখানে শুয়ে-বসে টিকিট নিতে হয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Rail Service) এমন এক মাধ্যম যা বহুল দেশের মানুষদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে। ভারতে যেমন ভারতীয় রেল ছাড়া দেশের কোটি কোটি মানুষ পঙ্গু হয়ে পড়েন, ঠিক সেই রকমই বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেও একই অবস্থা হয়ে দাঁড়ায়। আবার বিশ্বের প্রতিটি দেশেই এই রেল পরিষেবায় মজার মজার কিছু জিনিস রয়েছে যা অনেকের কাছেই অজানা। ঠিক সেই রকমই বিশ্বে এমন একটি রেল স্টেশন রয়েছে যেখানে টিকিট নিতে যাত্রীদের শুয়ে পড়তে হয় অথবা হাঁটু গেড়ে বসে পড়তে হয়।

Advertisements

এমনটা শোনার পর স্বাভাবিকভাবেই এই রেলস্টেশন কোথায় রয়েছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই। তবে প্রথমেই জানিয়ে রাখি, এমন রেলস্টেশন অবশ্য ভারতে কোথাও নেই। এমন একটি আজব রেলস্টেশন রয়েছে বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশের ওই রেলস্টেশনটি এখন বিশ্বের মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের কোথায় এমন রেলস্টেশন রয়েছে এবং কেন ওই রেলস্টেশনের টিকিট কাটার সময় যাত্রীদের শুয়ে অথবা হাঁটু গেড়ে বসতে হয়?

Advertisements

বাংলাদেশে এমন রেলস্টেশনটি রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। রেলস্টেশনটির নাম বামনডাঙ্গা রেল স্টেশন। আপনি চাইলেও এই রেল স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট নিতে পারবেন না। গত এক বছর ধরে এই রেল স্টেশনে এইভাবেই টিকিট বুকিংয়ের কাজ চলছে। টিকিট বুকিং এর ক্ষেত্রে এমন অবস্থা হওয়ায় তা আজব হয়ে দাঁড়ালেও যাত্রীদের কিন্তু সমস্যা ভোগ করতে হচ্ছে।

Advertisements

গাইবান্ধারে যে তিনটি স্টেশন থেকে আন্তঃনগর টিকিট দেওয়া হয় তার মধ্যে বামনডাঙ্গা রেলস্টেশন একটি অন্যতম। আর অন্যতম এই রেলস্টেশনটিতে এইভাবে টিকিট বুকিং করার ফলে বেজায় বিরক্ত যাত্রীরা। সবচেয়ে বেশি অস্বস্তিকর পরিস্থিতি হয়ে দাঁড়ায় মহিলা যাত্রীদের জন্য। এখানকার যাত্রীরা বহুবার এই বিষয়ে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি বলে জানা যাচ্ছে।

তবে ওই বিভাগের রেল কর্তৃপক্ষদের তরফ থেকে জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে এমনটা করা হয়নি। আসলে এখানে গত বছর যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি করা হয়। কিন্তু প্লাটফর্মের উচ্চতা বৃদ্ধি করলেও টিকিট কাউন্টার এবং স্টেশন মাস্টারের ঘর উঁচু করা হয়নি। যে কারণে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে যিনি টিকিট দিচ্ছেন তাকে প্ল্যাটফর্মের উচ্চতার থেকে অনেক নিচে বসে থাকতে হচ্ছে। আর এই কারণেই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

Advertisements