৮০ বছর চুল না কেটে ১৬ ফুটের জটা, ভিডিও ভাইরাল ৯২ বছরের বৃদ্ধের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রায় ৮০ বছর ধরে নিজের চুলে কাঁচি চালাননি ভিয়েতনামের ন্যুগেইন ভ্যান চিয়েন। এই দীর্ঘ সময় ধরে চুলে চিরুনিও ছোঁয়াননি চুলে। ফলে চুল ধীরে ধীরে জটায় পরিণত হয়েছে। আর এই জটা বাড়তে বাড়তে এখন লম্বায় প্রায় সাড়ে ১৬ ফুট (৫ মিটার)।

Advertisements

কিন্তু কেন? আসলে তিনি বিশ্বাস করেন, কোনো ব্যক্তির জন্ম থেকে পাওয়া কোনো কিছুতে হাত দেওয়া উচিত নয়। ভিয়েতনামের হো চি মিন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে অবস্থিত একটি গ্রামে থাকেন এই ন্যুগেইন ভ্যান চিয়েন নামে ব্যক্তিটি। তার এই লম্বা চুলের জন্যই তিনি বেশ জনপ্রিয়।

Advertisements

আরও কারণ রয়েছে চুল না কাটার পিছনে। ন্যুগেইন যে ধর্ম মতে বিশ্বাস করেন, সেই ধর্ম মতে বলা হয় মানুষ যা নিয়ে জন্মেছে তা নিয়েই থাকতে বলা হয়। ন্যুগেইনের বিশ্বাস, তিনি যদি চুল কাটেন, তবে মারা যাবেন। এমনকি তিনি চুলে চিরুনিও দেন না। তিনি যখন স্কুলে পড়তেন, তখন নিয়মিত চুল কাটাতে হত। তবে তৃতীয় শ্রেণির পর তিনি সিদ্ধান্ত নেন, আর চুল কাটাবেন না। আর বর্তমানে ওই ৯২ বছর বয়সী বৃদ্ধের চুলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো দেখলেই সত্যিই বোঝা যায় তাঁর চুলে চিরুনি, কাঁচি কিছুই স্পর্শ করেনি বছরের পর বছর ধরে।

Advertisements

তিনি জানিয়েছেন, “আমার বিশ্বাস আমি যদি চুল কেটে ফেলি, তাহলে আমি মারা যাবো। আমি তাই কিছু বদলানোর, এমনকি আমার চুলে চিরুনি দেওয়ারও সাহস করি না। আমি কেবল আমার চুলের যত্ন নিই। একটা স্কার্ফ দিয়ে চুলকে ঢেকে রাখি যাতে তা পরিষ্কার থাকে এবং সুন্দর দেখায়।”

Advertisements