WB Launch Viral Video: মাঝ গঙ্গায় উথাল পাথাল অবস্থা, দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে দম ফাটল লঞ্চের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য সাধারণ দিনের মতোই একটি লঞ্চ গঙ্গার বুকে পাড়ি দিয়েছিল গন্তব্যে পৌঁছানোর জন্য। তবে মাঝ গঙ্গায় পৌঁছাতেই তার যে এমন উথাল-পাথাল অবস্থা হবে তা কেউ ভেবে উঠতে পারেননি। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (WB Launch Viral Video) হয়েছে, যে ভিডিওটি দেখে রীতিমত ঘাম ঝড়ছে সোশ্যাল মিডিয়ার নাগরিকদের।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, গঙ্গার বুকে পাড়ি দেওয়ার সময় ওই লঞ্চটি গঙ্গার প্রবল ঢেউয়ের মুখে পড়ে রীতিমতো দোলনার মত দুলছে। এই ভিডিওটি দেখে গঙ্গার পাড়ে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পাড়ে থাকা মানুষদের এমন অবস্থা হলে যারা ওই লঞ্চের মধ্যে ছিলেন তাদের কি অবস্থা উপলব্ধি করা যেতে পারে।

Advertisements

যে ভিডিও এখন চারদিকে শোরগোল ফেলে দিয়েছে সেই ভিডিওটি মূলত বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা গিয়েছে, ঘটনার সময় ওই লঞ্চটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাচ্ছিল। লঞ্চটি দক্ষিণেশ্বর থেকে গঙ্গার বুকে ভর করে রওনা দেওয়ার পর হঠাৎ বান আসে আর বান আসার পরই গঙ্গার জল ফুলেফেঁপে শুরু করে। জল এতটাই ফুলেফেঁপে উঠে যে বড় বড় ঢেউ উঠতে শুরু করে। আর সেই ঢেউয়ে বেসামাল হয়ে পড়ে ওই লঞ্চটি।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: অটো চালক মানেই মূর্খ নয়! বুড়োর ঝরঝরে ইংলিশ দেখে ‘থ’ যাত্রীরা

জানা গিয়েছে, ওই লাঞ্চটি বেলুড় মঠের লালগোলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাওয়ার সময় জোয়ারের বিপরীতমুখী থাকার কারণে লঞ্চটির এবং উথাল পাথাল অবস্থা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তবে চোখে মুখে আতঙ্ক নিয়েও শেষমেষ ওই লঞ্চটি সুরক্ষিতভাবেই গন্তব্যে পৌঁছায়। কোনরকম দুর্ঘটনার মুখোমুখি না হলেও কিন্তু লঞ্চের যাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিও থেকে জানা গিয়েছে, ১৫ থেকে ২০ মিনিট ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ওই লঞ্চ এবং লঞ্চের যাত্রীদের। দীর্ঘক্ষণ ধরে এমন ঘটনার মুখোমুখি হওয়ার ফলে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজন যাত্রী বমি করেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি এমন ঘটনার পর গঙ্গার নাব্যতা থেকে শুরু করে যাত্রী সুরক্ষা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। নিত্যদিনই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ বা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চ যাতায়াত করলেও এর আগে কোনদিন এমন ঘটনা ঘটেছে কিনা তা কারো মনে পড়ছে না।

Advertisements