নিজস্ব প্রতিবেদন : সাপ দেখলেই সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়। আর এই ভয় থেকেই অনেকে লাঠি নিয়ে তাড়া করেন, অনেকে আবার আঘাত হানেন। তবে বাড়িতে সাপ ঢুকলে সেই সাপকে বাবা বাছা করে বেরিয়ে যেতে অনুরোধ করার ঘটনা চোখে পড়ে না বললেই চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এমনটাই লক্ষ্য করা গেল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলার বাড়িতে একটি বিষধর কেউটে সাপ ঢুকে পড়েছে। আর সেই সাপটিকে দেখে ওই মহিলা তাকে তাড়ানোর জন্য এগিয়ে গিয়েছেন। ওই মহিলার হাতে একটি ছোট লাঠিও রয়েছে। তবে লাঠি দিয়ে সাপটিকে তাড়ানোর যে ভঙ্গী ওই বৃদ্ধা দেখিয়েছেন তাতে তাকে ভয় দেখানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। উল্টে সাপটিকে বাড়ি থেকে বের হওয়ার জন্য অনুরোধ করছেন ওই বৃদ্ধা।
ভিডিওটিতে ওই বৃদ্ধাকে দক্ষিণী ভাষায় কথা বলতে শোনা যায়। জানা গিয়েছে এই ঘটনাটি কোয়েম্বাটোরের। ভাইরাল ওই ভিডিওটি দেখে নেটিজেনরা জানিয়েছেন, ওই বৃদ্ধার ভাবভঙ্গি এমন ছিল যে, বাড়িতে ছোট ছেলেমেয়েরা ভুল করলে যেভাবে তাদের শাসন করা হয় ঠিক তেমনই। সব থেকে মজার বিষয় হল সাপটিকে ওই মহিলা যেভাবে বুঝিয়ে-সুজিয়ে বের হতে বলেছেন তা বুঝতে পেরে ওই সাপটিও কিন্তু সুড়সুড় করে পিছন বেয়ে বাড়ির বাইরে চলে যায়।
ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই মহিলার হাতে লাঠি থাকলেও তিনি একবারের জন্যও সাপটিকে আঘাত করেন নি। পাশাপাশি সাপটিও এক দুবার ফণা তুললেও কাউকে কোনো ক্ষতি না করেই বাড়ির সামনের গেট দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে চলে যায়। আর এই দৃশ্য দেখে নেটিজেনরা জানিয়েছেন, বাড়ি থেকে বের হতে বলাই সাপটি হয়তো বিরক্ত হয়েছে, তবে ওই মহিলার অনুরোধ না রেখে থাকতে পারেননি।
Don’t know who this compassionate woman is but hats off to her for her handling of the snake with three Cs – Cool, Calm and collected. We need more people like her who respect wildlife ??#Respectwildlife vc-shared pic.twitter.com/ZLQAE3B3C3
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 6, 2021
বন্য জীব সাপ সাধারণত খাবারের সন্ধানে নিজেদের বাসস্থান ছেড়ে জনবসতি এলাকায় চলে আসে। আর এক্ষেত্রে সচেতনতার অভাবে বহু মানুষকে সে সকল সাপেদের মেরে দিতে লক্ষ্য করা যায়। কিন্তু জীব প্রেমীরা এইসকল সাপেদের রক্ষা করার জন্য বারবার অনুরোধ করেন। নেটিজেনদের দাবি, ওই মহিলা যে ভাবে এই সাপটিকে তাড়ানোর দৃষ্টান্ত রেখেছেন তা সাপের কোনো ক্ষতি না করে তাকে তাড়িয়ে দেওয়ার জ্বলন্ত উদাহরণ।