নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে যেখানে নানান ধরনের নানান সম্প্রদায়ের মানুষের বসবাস সেখানে বিবাহ কাজের মত শুভ অনুষ্ঠানে নানান ধরনের রীতি লক্ষ্য করা যায়। তবে গুলি ছুঁড়ে বরকে বরণ করার মতো ঘটনা এর আগে কেউ দেখেছেন কিনা মনে করতে পারছেন না। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশের তরফ থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এমন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের সময় ওই তরুণী বিয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বন্দুক থেকে শূন্যে গুলি ছুঁড়ে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়, পাশাপাশি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যার পরেই ওই তরুণীর বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী নাম রূপা পান্ডে। গত রবিবার বিয়ের সময় ওই তরুণী পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলেন। সে সময় তার কাকা রামবাস পান্ডের বন্দুক থেকে শূন্যে গুলি ছুঁড়েন ওই তরুণী।
यूपी: प्रतापगढ़ के जेठवारा थाने के पास एक गांव में रविवार रात एक शादी में दुल्हन ने लाइसेंसी रिवाल्वर से पहले गोली चलाई फिर दूल्हे को वरमाला पहनाई। लाल जोड़े में सजी दुल्हन के हर्ष फायरिंग करने का वीडियो सोशल मीडिया में वायरल हुआ।#UttarPradesh pic.twitter.com/tSBUXN5t9i
— Hindustan (@Live_Hindustan) June 1, 2021
কড়া পদক্ষেপ হিসাবে পুলিশের তরফ থেকে ওই তরুণী বিরুদ্ধে মহামারী এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে। এর পাশাপাশি ওই বন্দুকের লাইসেন্স থাকলেও সেই লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।