নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যুরহস্য উদঘাটনে দিন দিন উঠে আসছে নতুন নতুন মোড়। সম্প্রতি এই ঘটনার সাথে জড়িত একটি ভিডিও নিয়েও চর্চা শুরু হয়েছে। ভিডিওটি সেদিনকার যেদিন সুশান্তের মৃত্যু হয়, অর্থাৎ ১৪ জুনের। যখন সুশান্তের মৃতদেহ তার বাড়ি থেকে বের করে আনা হচ্ছিল তখনই হঠাৎ এক মহিলা পুলিশকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যান!
মুম্বই সংবাদমাধ্যমগুলি এর আগেই এই খবর প্রকাশ করেছিল, ১৪ই জুন সুশান্তের আবাসনে ভিডিও ফুটেজে সাদা নীল চেক কাটা শার্ট এবং লাইট ব্রাউন রঙের ট্রাউজার পরা এক মহিলাকে দেখা গিয়েছিল। আর যে মহিলাকে আবাসনের কেউ চিনতে পারেননি। এরপর থেকেই দানা বাঁধতে শুরু করে রহস্যের।
সেদিন ওই মহিলা পুলিশকে পাশ কাটিয়ে ভেতরে যাওয়ার পর আবার বাইরে বেরিয়ে এসে সুশান্তের বিল্ডিং ম্যানেজারের সাথে তিনি কথা বলেন। বেশ খানিকটা সময় অ্যাম্বুল্যান্সের পাশেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। কিন্তু কে এই মহিলা, কোনওভাবে এই প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না তদন্তকারীরা। এমনকি ওই মহিলার বিষয়ে সুশান্তের পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করা হলে তারাও কোনো সদুত্তর দিতে পারেননি। তবে মুম্বইয়ের কিছু সংবাদমাধ্যম সূত্র জানা যাচ্ছে ওই মহিলা নাকি রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর প্রেমিকা। তার নাম জামিলা। কিভাবে তাকে চেনা গেল?
তাকে শনাক্ত করতে সাহায্য করেছে রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রাম। হ্যাঁ, রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রামে একটি ছবি আছে যেখানে সুশান্ত, রিয়া, রিয়ার ভাই সৌভিক এবং জামিলা বেশ খোশমেজাজে দেখা গিয়েছে। এই ছবিতে জামিলা যে জুতো পড়েছিলেন তার হুবহু মিলে যাচ্ছে ভিডিওতে দেখতে পাওয়া ওই রহস্যময়ী মহিলার জুতোর সাথে। সুশান্তের মৃত্যুর পর তার ঘরের ভিডিও ফুটেজ ফাঁস হয় সেখানে এক ব্যক্তিকে দেখা গিয়েছিল যিনি কালো টি-শার্ট পড়ে এবং হাতে কালো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই ব্যক্তির সাথেও কথা বলেছিলেন ওই রহস্যময়ী মহিলা।
TIMES NOW SUPER #EXCLUSIVE | WATCH: More can of worms open. 5 new CCTV videos confirm Sushant probe botched-up. Evidence compromised?
Siddhant with details on India Upfront with Rahul Shivshankar. | #TimeNowForCBIForSSR pic.twitter.com/Y7zTCULFbZ
— TIMES NOW (@TimesNow) August 17, 2020
এমনকি মৃত্যুর পর যখন সুশান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অ্যাম্বুল্যান্স ছাড়ার আগে ওই মহিলা আশেপাশেই ছিলেন। যেন নজর রাখা হচ্ছিল কোনো কিছুর উপর। আর এসবের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই মহিলা কি সত্যিই জামিলা? আর যদি তাই হয় তাহলে তিনি কেন সেদিন ওখানে ছিলেন?