বিজ্ঞাপন

রেলের ওভারহেডের তারে লেগে মৃত ১ যুবক

বিজ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা : বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রেল পাড়ের পশ্চিমপাড়ার এবাদুল্লা ইসলাম নামে ২৯ বছর বয়সী এক যুবক আজ দুপুর বেলায় রেললাইনের এপার থেকে ওপার যাওয়ার সময় রেলের ওভারহেডের তারে লেগে ইলেকট্রিক শকে মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেহেতু ওই এলাকায় কোন ওভারব্রিজের ব্যবস্থা নেই তাই রেল পাড়ের বাসিন্দাদেরও এ পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার জন্য যখন লাইনের উপর ট্রেন দাঁড়িয়ে থাকে তখন ট্রেন টপকে অথবা ট্রেনের নিচ দিয়ে যেতে হয়। ঠিক একইভাবে আজ ওই যুবক একটি মালগাড়ি লাইনের উপর দাঁড়িয়ে থাকলে মালগাড়িটি টপকে অন্য পাড়ায় যাওয়ার চেষ্টা করে। তখন তার হাতে ছিল গাছের কাঁচা ডাল। বেরোনোর সময় সেই গাছের ডাল ওভারহেডের তারে কোন কারণে ঠিকে যায়। সঙ্গে সঙ্গে তাকে ছিটকে ফেলে দেয়।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজনকে এই ভাবেই রেললাইন পারাপারের সময় প্রাণ দিতে হয়েছে। কয়েক মাস আগেই এক ফুটফুটে ছোট্ট শিশু টিউশন পড়তে যাওয়ার সময় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরকম আরও ঘটনা আছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, “এমন ঘটনা বারবার ঘটে যাওয়ায় আমরা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে ফ্লাইওভারটি রয়েছে সেটিকে এক নাম্বার থেকে চার নম্বর স্টেশন পর্যন্ত বাড়ানোর জন্য।”