তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত এক যুবক

Shyamali Das

Published on:

Advertisements

লাল্টু : শুক্রবার রাতে বীরভূমের চিতগ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে বসে সালিশি সভা। সেই সালিশি সভায় সমস্যার সমাধানের পরিবর্তে আরও প্রকট হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় চলে গুলি। গুলিতে আহত হয় দুজন মহিলা সহ ৮ জন। আর আহতদের মধ্যে মৃত্যু হয় এক যুবকের।

Advertisements

Advertisements

জানা গিয়েছে, গ্রামের দুই গোষ্ঠী সাব্বির খান ও ইসলাম খানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। দুজন গ্রামের পরিচিত তৃনমূল কর্মী। গ্রামের ১০০ দিনের কাজ, অনান্য উন্নয়ন মূলক কাজ, এছাড়াও লরি থেকে টাকা আদায়কে ঘিরে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, যা মেটাতে শুক্রবার গ্রামের মোড়লের নেতৃত্বে বসে সালিশি সভা। সেই সময় দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চলে গুলি। ঘটনায় আহত হয়েছে ৮ জন। আহতরা মোড়ল, ২ জন মহিলা সহ ৮ জন।

Advertisements

আহতদের প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটিতে। এদের মধ্যে আবার নুরউদ্দিন খান, আলি হোসেন খান ও মনির খানকে বর্ধমান স্থানান্তরিত করা হয়। আজ সকালে খবর পাওয়া যায় এই তিনজনের মধ্যে গতকাল রাতে মৃত্যু হয়েছে নুরউদ্দিন খানের। মৃত যুবকের বয়স ২০ বছর।

Advertisements