রেল লাইনের উপর যুবকের বাইক স্টান্ট, ঘটে গেল অঘটন

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোন কাজ শুরু করার পূর্বেই বিশদে সেই বিষয় নিয়ে ভাবা উচিত, আগাপিছু না ভেবে হঠকারিতার বশে কোন কাজ করতে যাওয়া উচিত নয়। কারণ এক্ষেত্রে বিপদের সম্ভাবনা লুকিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আগা পিছু না ভেবে চেষ্টা করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন জনৈক যুবক। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।

Advertisements

ট্রেন কাছে আসার শেষ মুহূর্তে ট্রেনের থেকে সরে গিয়ে নিজেকে বাঁচানোর মত ঘটনা সচরাচর সিনেমায় হয়ে থাকে। তবে গুজরাটের জামনগরের সন্ধিয়া ব্রিজে এরকমই একটি ঘটনা ঘটেছে। ট্রেন আসার ঠিক কয়েক সেকেন্ড আগের মুহূর্তে রেল লাইন থেকে সরে গিয়ে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছেন ওই যুবক। কিন্তু কেন এবং কী কারনে এরকম একটি ঘটনা ঘটলো?

Advertisements

কোন কারনে ওই যুবকের মোটরবাইকটি রেললাইনের মধ্যেই আটকে যায়। বারবার সে চেষ্টা করতে থাকে তার সখের মোটরবাইকটিকে রেললাইন থেকে সরানোর, কিন্তু কিছুতেই সে সফল হচ্ছিল না। এই রকম সময়ে লাইন ধরে ট্রেন এগিয়ে আসে, ট্রেন ঢুকতে দেখেও ওই যুবকের এতোটুকু হুঁশ হয়না, সে ট্রেনের পরোয়া না করে মোটরবাইক সরানোর চেষ্টা করে চলে। এরপর ভিডিওতে দেখা যায় ট্রেন একেবারে ওই যুবকের কাছাকাছি চলে এসেছে। তখন ট্রেনকে কাছে আসতে দেখে কয়েক মুহূর্ত আগে রেললাইনে থেকে সরে গিয়ে নিজের প্রাণ বাঁচালেন যুবক। আর যুবকের সখের মোটরবাইকটি কয়েক সেকেন্ড টেনে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।

Advertisements

জানা গিয়েছে, রেললাইনের উপর ওই যুবক স্টান্ট দেখাতে গিয়েই নিজের সখের মোটরবাইকটিকে রেললাইনের সাথে আটকে ফেলে ছিলেন। এরপর রেললাইনে ট্রেন ঢুকতে দেখে সে হাত দিয়ে ট্রেন থামানোর বৃথা চেষ্টা করেছিলো। তারপর শেষ মুহূর্তে সে সরে যায়। ঘটনায় ওই যুবকের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কীভাবে এরকম ঝুঁকিপূর্ণ ও বুদ্ধিহীনের মত কাজ করলেন ওই যুবক তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা মন্তব্য করেছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকটি বেশ বেকায়দায় পড়ে গিয়েছেন কারণ এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজকর্মের জন্য স্থানীয় পুলিশ তার খোঁজ করছেন!

তবে স্টান্ট করতে গিয়ে ঐ যুবক যেভাবে বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা দেখে কিছু মানুষ অন্ততপক্ষে এরকম বিপদজনক কাজকর্ম করার আগে ভাবনা চিন্তা করবে বলেই মনে করছেন নেটিজেনরা।

Advertisements