নিজস্ব প্রতিবেদন : পুলিশের (Police) চাকরি করা মানে উৎসব অনুষ্ঠানে তাদের আরও বেশি দায়িত্ব বেড়ে যায়। অন্যান্যদের সুরক্ষা প্রদানের জন্য তাদের অতন্দ্র প্রহরাই সবকিছু বন্দোবস্ত করতে হয়। যে কারণে দুর্গাপুজোর মতো বড় পূজো হোক অথবা অন্য কোন বড় উৎসবে তাদের ছুটি তো দূরের কথা, নিঃশ্বাস ফেলার জো থাকে না। এবারের দুর্গা পুজোতেও (Durga Puja 2023) ঠিক একই ঘটনা ঘটেছে।
অন্যান্য বছরের মতো এই বছরও কলকাতা সহ অন্যান্য জায়গায় সন্ধ্যা নামলেই মানুষের ঢল নামছে ঠাকুর দেখার জন্য। আর সেই জনসমুদ্র সামাল দিতে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। উৎসবের দিনে এইভাবে দায়িত্ব সামলানো পুলিশ কর্মীদের ক্ষণিকের আনন্দ দিতে এবার এক যুবক যা করলেন তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যে যুবকের কথা বলা হচ্ছে ওই যুবক কর্মরত পুলিশকর্মীদের মুখে ক্ষণিকের হাসি ফোটাতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো মণ্ডপে। ঘটনার পর ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সবচেয়ে প্রাপ্তি হিসেবে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। তবে ওই যুবককে অর্থাৎ তার পরিচয় কি তা এখনও পর্যন্ত জানা যায়নি।
পুলিশের তরফ থেকে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ভিড়ের মাঝেই ওই যুবক এগিয়ে চলেছেন কর্তব্যরত এক একজন পুলিশ কর্মীর কাছে। তারপর সেখানে তিনি প্রথমে তাদের সঙ্গে হাত মুঠো করে হাত মেলান। হাত মেলানোর পরই যখন হাতের মুঠি খোলেন তখন দেখা যায় কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য রয়েছে এক একটি চকলেট। পুলিশকর্মীরা ছাড়াও পুলিশ আধিকারিকদের কাছেও তিনি একইভাবে এগিয়ে যান।
ওই প্যান্ডেলেই কর্মরত প্রতিটি পুলিশকর্মী থেকে পুলিশ আধিকারিকের ওই যুবকের কর্মকাণ্ডে মুখে হাসি ফুটতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার নাগরিকরাও ওই যুবকের এমন কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন। পুলিশের তরফ থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি রাখা হয়েছে, ‘পুজোর সময় হাসি তাদেরও প্রাপ্য।’