তৃষ্ণার্ত সাপ জল খেলেও যুবকের হাত থেকে, মুগ্ধ নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদন : সাপ অধিকাংশ মানুষের কাছেই ভীতির কারণ। যে কারণে সাপ দেখলেই বহু মানুষ তাদের পিটিয়ে মারার চেষ্টা করেন। তবে এসবের মাঝেই বেশ কিছু ব্যতিক্রম মানুষের দেখা পাওয়া যায়। সেই সকল ব্যতিক্রম মানুষদের মধ্যেই এক যুবককে দেখা গেল নিজের হাতে একটি তৃষ্ণার্ত সাপকে জল খাওয়াতে।

সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক সাপকে ভয় না পেয়ে তার তৃষ্ণা মেটাচ্ছেন। ওই যুবকের এমন সাহস এবং তৃষ্ণার্ত সাপকে এইভাবে তৃষ্ণা মেটানোর ভিডিওটি দেখে স্বাভাবিকভাবেই ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটদুনিয়া নাগরিকরা।

ভিডিওটিতে দেখা গিয়েছে, এক যুবক হাতের মধ্যে বোতল দিয়ে জল ঢালছেন এবং হাতের তালু থেকে সেই জল নিজের চাহিদা মত পান করছে একটি সাপ। দীর্ঘক্ষণ ধরে ওই সাপটিকে ওই যুবকের হাতের তালু থেকে জল পান করতে লক্ষ্য করা যায়। যা দেখে স্পষ্ট ওই সাপটি দীর্ঘক্ষণ ধরে তৃষ্ণার্ত ছিল।

সম্প্রতি শীতের মরশুম কাটিয়ে গরম পড়তে শুরু করেছে। এমত অবস্থায় মানুষের মতো প্রতিটি প্রাণীদের মধ্যে জলের হাহাকার লক্ষ্য করা যায়। যে কারণে জীবপ্রেমীরা বাগান, বাড়ির ছাদ অথবা অন্যত্র মাটির পাত্রে জল রাখার অনুরোধ করেন। মূলত এই জল দিয়ে তৃষ্ণা নিবারণ হতে পারে অবলা প্রাণীদের।

যুবকের এইভাবে তৃষ্ণার্ত সাপকে জল খাওয়ানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। তিনি এই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি প্রাণীকুলের তৃষ্ণা নিবারণের জন্য এই অনুরোধ করেছেন, গরমকাল আসছে। আপনার দেওয়া কয়েক ফোঁটা জল কারও প্রাণ বাঁচাতে পারে। তাই নিজের বাড়ির খোলা জায়গায় বিশেষ করে বাগানে একটা পাত্রে একটু জল রেখে দিন। তাহলে পশু, পাখি, সরীসৃপরা তেষ্টা পেলে ওই জল খেতে পারবে। ওই ব্যক্তি যখন হাতের মুঠোয় জল নিয়ে সাপটির মুখের সামনে ধরেছে, তখন একদম চোঁ চোঁ করে সব জল খেয়ে নিয়েছে সাপটি। বোঝাই গিয়েছে কতটা তেষ্টা পেয়েছিল তার।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড হওয়ার পর তা স্বাভাবিকভাবেই মনে লেগেছে নেটিজেনদের। পাশাপাশি ওই আইএফএস অফিসারের আবেদনও নজর কেড়েছে নেটিজেনদের। এরই পরিপ্রেক্ষিতে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।