লাল্টু : ইদানিংকালে লক্ষ্য করলে দেখা যাবে বহু মানুষ রাতারাতি কোটিপতি হয়ে উঠছেন। কেউ চা ব্যবসায়ী, কেউ ফেরিওয়ালা, তো আবার কেউ রাজমিস্ত্রি, তবে এই সকল ব্যক্তিদের রাতারাতি কোটিপতি হয়ে উঠতে দেখা যাচ্ছে মূলত লটারির দৌলতে। প্রতিদিনই রাজ্যের কেউ না কেউ লটারিতে প্রথম পুরস্কার জিতে কোটিপতি হচ্ছেন। তবে কোটিপতি হয়ে উঠবো বললেই হয় না, কেননা লটারির টিকিট (Lottery Ticket) নিয়ে যা চলছে তাতে আপনার চোখ কপালে উঠতে পারে।
এমনও হতে পারে, আপনি দেখছেন আপনার কেনা লটারির টিকিটে পুরস্কার লেগেছে কিন্তু আপনাকে সেই পুরস্কার দেওয়া হচ্ছে না। কিন্তু কেন? বিষয়টি অবাক করা হলেও এমন ঘটনা ঘটতেই পারে। কারণ ইদানিংকালে জাল টিকিট ছাপানো এবং বিক্রি করার একটি চক্র ঘুরে বেড়াচ্ছে রাজ্যজুড়ে বলেই সূত্রের খবর। এবার ওই চক্রের একজন হাতেনাতে ধরা পড়লেন।
ঝাড়খণ্ডের জাল লটারির টিকিট (Duplicate Lottery) ছাপানো এবং বিক্রি করার অভিযোগে সোমবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দুবরাজপুর থানার পুলিশ। যার লটারির টিকিট ছাপানো এবং বিক্রি করার অভিযোগে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন সোমনাথ গড়াই। তিনি দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা। এই ওয়ার্ডের একই পাড়া থেকে গতকাল এক ব্যক্তি ডিয়ার লটারিতে কোটি টাকা জিতে ছিলেন।
আরও পড়ুন ? Lottery Winning Tricks: লটারি জিততে চান, এই ৫ কৌশলে হতে পারেন কোটিপতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সোমনাথ গড়াইয়ের বাড়িতে হানা দিয়ে পুলিশ দেখতে পায়, ঝাড়খণ্ডের টিকিট তার বাড়িতেই ছাপা হচ্ছে। যে টিকিট আবার নাম রয়েছে পশ্চিমবঙ্গে বহুল বিক্রিত ডিয়ার লটারির। পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তিনটি ল্যাপটপ এবং সিপিইউ উদ্ধার করা হয়। ধৃত ওই যুবককে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তুলে পুলিশ।
তবে এই রকম ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনা সামনে এসেছে। আর এই ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে টিকিট কেনার সময়ও সতর্ক থাকবে ক্রেতাদের। যাতে পুরস্কার জিতেও শেষমেষ পস্তাতে না হয়।