Biscuit Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগেই বিস্কুটের রাম মন্দির, তৈরিতে লাগল ২০ কেজি Parle G

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিস্কুট দিয়ে রাম মন্দির (Biscuit Ram Mandir), তাও আবার আসল আর নকলের নকশা একেবারেই হুবহু। অবিশ্বাস্য হলেও ২০ কেজি Parle G বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে তাক লাগালেন বাংলার কয়েকজন যুবক। যে যুবকদের এমন কীর্তি এখন মানুষের মুখে মুখে ভাইরাল। কোথায় তৈরি হলো এমন অবিশ্বাস্য বিস্কুটের রাম মন্দির?

Advertisements

দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধন ঘিরে এখন তৎপরতা চোখে পড়ার মতো। রাম মন্দিরের উদ্বোধন দেখতে যেমন মুখিয়ে রয়েছেন দেশের মানুষেরা। চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি শুভক্ষণে রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধনের আগেই বাংলার ওই যুবকরা বিস্কুটের রাম মন্দির তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন।

Advertisements

বিস্কুটের এমন রাম মন্দির তৈরি করে সবাইকে তাক লাগিয়েছেন দুর্গাপুরের ছোটন ঘোষ ওরফে মনু নামে এক যুবক। তিনি তার কয়েকজন বন্ধুর সহযোগিতায় মাত্র পাঁচ দিনে আস্ত একটি রাম মন্দির তৈরি করেছেন। তবে দুর্গাপুরের ওই যুবক এই প্রথম এমন রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়েছেন তা নয়। তিনি বিভিন্ন সময় এমন কাজ করে সকলকে অবাক করে দেন। তাকেই দেখা গিয়েছিল চন্দ্রযান ৩ সফল হওয়ার পর রেপ্লিকা তৈরি করতে, একইভাবে তাকে রেপ্লিকা তৈরি করতে দেখা গিয়েছিল প্রজ্ঞানের। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোটরবাইক ইত্যাদি তৈরি করেও তিনি সবাইকে অবাক করে দেন।

Advertisements

আরও পড়ুন ? ভূমিকম্পও টলাতে পারবে না, ১০০০ বছরেও থাকবে অক্ষত! এই আশ্চর্য প্রযুক্তিতে তৈরি রাম মন্দির!

এবার ছোটন তৈরি করেছেন বিস্কুটের এই রাম মন্দিরটি। ২০ কেজি বিস্কুট দিয়ে তিনি যে রাম মন্দির রেপ্লিকা তৈরি করেছেন সেটি ৪ ফুট বাই ৪ ফুটের। বিস্কুট ছাড়াও এই রেপ্লিকা তৈরি করার জন্য ছোটন ব্যবহার করেছেন থার্মোকল, প্লাইউড, গ্লু-গান ইত্যাদি। ছোটনের বিস্কুটের রাম মন্দির তৈরির বিষয়টি সামনে আসতেই এলাকার বাসিন্দারা তার এমন প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন।

দুর্গাপুরের ছোটনের বিস্কুটের এই রাম মন্দির তৈরির কাজ চলাকালীন বহু মানুষ সেটি দেখতে ভিড় জমাচ্ছিলেন এবং তারা ছবি তুলে নিয়ে যাচ্ছিলেন। এই রাম মন্দির তৈরীর কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাধারণ মানুষদের মধ্যে বিস্কুটের রাম মন্দির তৈরি নিয়ে আরও কৌতুহল বাড়ে। এখন যারাই এমন রাম মন্দিরের খবর পাচ্ছেন তাদের অনেকেই ছোটনের কাছে ছুটে যাচ্ছেন তার বিস্কুটের রাম মন্দির দেখার জন্য।

Advertisements