প্রথমবার লটারির টিকিট কেটেই কোটিপতি, ভাগ্য চমকে গেল এই যুবকের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অনেকদিন ধরেই বহু মানুষকে লটারির টিকিট কাটতে দেখছেন। সেই লটারির টিকিট কাটা দেখে এই যুবকের মধ্যেও ইচ্ছে ছিল টিকিট কাটার। তবে শখ থাকলেও তা হয়ে ওঠেনি। এসবের পর মঙ্গলবার কেবলমাত্র শখের বশেই এই যুবক একটি লটারি টিকিট কেটে ফেলেন। আর তাতেই ভাগ্য চমকে গেল তার।

মালদার মালবাজারের ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দোলাইগাঁওের বাসিন্দা মীর আরিফ হাসান মঙ্গলবার প্রথম একটি লটারির টিকিট কাটেন। তিনি ওই টিকিট কেটেছিলেন মাত্র ৫০ টাকা দিয়ে। তারপর সন্ধ্যা হতেই জানতে পারেন তার টিকিটে লেগেছে প্রথম পুরস্কার। কয়েক ঘণ্টার মধ্যে ওই যুবক কোটিপতি হয়ে যান।

মীর আরিফ হাসান জানিয়েছেন, “অনেকদিন ধরেই আমার টিকিট কাটার ইচ্ছা ছিল। তবে সেই ইচ্ছা পূরণ হয়নি। শেষমেষ মঙ্গলবার ৫০ টাকা দিয়ে এই লটারির টিকিট কাটি। সন্ধ্যা বেলায় জানতে পারি এই টিকিতে প্রথম পুরস্কার হিসাবে লেগেছে এক কোটি টাকা।” ওই যুবক বাবা, মা ও দাদার সঙ্গে থাকেন।

প্রথমবার লটারির টিকিট কেটে এইভাবে কোটিপতি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশিতে আত্মহারা ওই যুবক। তিনি জানিয়েছেন, “এটাই প্রথমবারের জন্য লটারির টিকিট কেটে ছিলাম। কিন্তু এইভাবে প্রথম পুরস্কার চলে আসবে তা ভেবে উঠতে পারিনি।”

এক কোটি টাকা জেতার খবর পাওয়ার পরেই ওই যুবক প্রশাসনিক নিরাপত্তার জন্য আবেদন করেন। আবেদনপত্র প্রশাসনের তরফ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, পাশাপাশি ওই টাকা পাওয়ার জন্য যে সমস্ত করণীয় কাজ তাও সেরে ফেলা হয়।