সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে মাঝরাস্তায় নাচ তরুণীর, কড়া ব্যবস্থা সরকারের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ-তরুণীদের অধিকাংশ সময় মেতে থাকতে দেখা যায় স্মার্টফোনে। মূলত সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহারের পাশাপাশি এই জগতে বেড়েছে আরও এক প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা হলো লাইক, শেয়ার এবং কমেন্ট পাওয়ার। আর এই লাইক, শেয়ার এবং কমেন্ট পাওয়ার জন্য অধিকাংশ সময়ই তরুণ-তরুণীদের নানান ঘটনা ঘটাতে লক্ষ্য করা যায়।

Advertisements

জনপ্রিয়তা পাওয়ার এই নেশায় এক তরুণী এমন কাণ্ড ঘটিয়েছেন যাতে করে তাকে আইনি বিপাকে পড়তে হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা শ্রেয়া কালরা ইনস্টাগ্রামে খুব সক্রিয়। প্রতিদিন তাকে নতুন নতুন ভিডিও অথবা ছবি আপলোড করতে দেখা যায়। এই সকল ভিডিও এবং ছবি আপলোড করার মূল লক্ষ্য হলো জনপ্রিয়তা পাওয়া। অধিকাংশ সময়ই সেটা হতেও দেখা যায়। লাইক, কমেন্ট ইত্যাদির বন্যা বয়ে যায়।

Advertisements

আর এই নেশাতেই ওই তরুণী সম্প্রতি আরও জনপ্রিয় হয়ে উঠবেন ভেবে রাসোমা স্কোয়্যারে যানবাহনের ভিড়ে ঠাসা রাস্তায় যান এবং হাল ফ্যাশনের কালো রংয়ের পোশাক গায়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করেন। আর এই ভিডিও শুট করার সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। পাশাপাশি ভিডিওটি আপলোড করার পর কোন ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন তাও তিনি ভাবেন নি। এই ভেবেই অবলীলায় ওই ভিডিওটি আপলোড করেন।

Advertisements

আর এই ভিডিও আপলোড হওয়ার পরই ক্ষেপে উঠেন নেটিজেনরা। এইভাবে মাঝরাস্তায় নাচে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। পাশাপাশি আইন ভঙ্গ করার জন্য তাকে ধরানো হয়েছে আইনি নোটিশ।

বিষয়টি নেটিজেনদের পাশাপাশি নজরে আসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। ভিড়ে ঠাসা রাস্তায় এইভাবে তরুনীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার পরেই তাকে আইনি নোটিশ ধরানো হয়।

Advertisements