৬০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের দিনমজুর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন স্বপ্ন দেখা ছাড়বেন না। কারণ স্বপ্ন একটি মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।

Advertisements

Advertisements

অনেক মানুষ আছেন যারা জীবনে আর্থিক অনটনের মধ্যে দিন কাটান। এই ধরণের অনেক মানুষ আছেন তারা জীবনের অনেক টানাপোড়েনের মধ্যে থাকেন আর এই দুরাবস্থা কাটাতে তারা স্বপ্ন দেখেন। তাদের পরিস্থিতি বদলের জন্য তারা চেষ্টা করেন। আর এই কারণে তারা লটারি কাটেন। বিকাশ মাল কিন্তু হতাশায় ভোগেন নি। তিনি একজন দিনমজুর। মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়ি তার। বারবার লটারি কেটে না লাগলেও তিনি লটারি কাটা ছাড়েন নি আর তার ফল পেলেন হাতেনাতে। এই রবিবার সুখবরটি তিনি পান।

Advertisements

শনিবার একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি শ্বশুরবাড়িতে যান। মাড়গ্রামে তার শ্বশুরবাড়ি। রবিবার সেখান থেকে ফেরার সময় তিনি ৬০ টাকার লটারি কাটেন। আর বিকেলে রেজাল্ট মেলাতে গিয়ে তিনি বোঝেন যে তার ভাগ্যে এক কোটি টাকার টিকিট মিলে গেছে।

এরপর কাউকে কিছু বলেননি তিনি। নিজের নিরাপত্তার কথা ভেবেই সোজা চলে যান থানায়। সেখানে ভারপ্রাপ্ত পুলিশকে সবটা জানিয়ে বলেন, “বড়বাবু আমাকে বাঁচান। আমি লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছি।” পুলিশ অফিসার এরপর তাকে আশ্বস্ত করেন।

বিকাশ বাবু জানান, এই টাকা তিনি খরচ করবেন নিজের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা পূরণে। সন্তানকে মানুষের মত মানুষ করবেন তিনি। আর এই খুশির খবরে তার গোটা পরিবার আনন্দে ভাসছে। স্ত্রী হয়েছেন দুশ্চিন্তা মুক্ত। আর বিকাশ বাবুর বাবা তমাল বাবু হেসে বলেন, “অভাবের সংসারে এরকম উপহার কোনোদিন পাবো ভাবিনি। এইবার হয়ত অনটন ঘুচবে।”

Advertisements