চুল শুকাতে প্রেসার কুকার, আজব কাণ্ড মাইরি

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী: সমাজমাধ্যমের নানা রাস্তা নতুন আবিষ্কার হওয়ার পর থেকেই কিছু না কিছু ভাইরাল হতে দেখাই যায়। কখনও কোনো মানুষের আজব কীর্তিকলাপ কখনও বা পশু পাখির মজাদার ভিডিও মন জয় করে নেয় দর্শকেদের। সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু বহু নতুন জিনিস সম্পর্কে জানতেও পারি আমরা। এরকম এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisements

চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের কথা আমরা সবাই জানি। চটজলদি চুল শুকানোর অব্যর্থ রাস্তা এটাই। বর্তমানে ব্যস্ততার যুগে হেয়ার ড্রায়ার মেয়েদের সাথে সাথে কম বেশি ছেলেরাও ব্যবহার করে থাকে। কিন্তু এই ভিডিওতে তো হেয়ার ড্রায়ার নয় চুল শুকানোর জন্য ব্যবহৃত হচ্ছে প্রেসার কুকার! প্রেসার কুকার তো এতদিন রান্নার জন্য ব্যবহার হয় বলেই জানতো সবাই কিন্তু তার জায়গায় চুল শুকানো। ভিডিওটিতে প্রেসার কুকারের ধোঁয়া দিয়ে চুল শুকানো হচ্ছে। আর তাই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisements

মজার ভিডিওটিতে একটি ছেলে স্নান করে ফেরার পর তার সাথে থাকা অপর সঙ্গী প্রেসার কুকারের বাষ্প চুলে দিচ্ছেন অপরদিকে সেই ছেলেটি ওই বাষ্পের সাহায্যে চুল ঠিক করে নিচ্ছেন যেমনটা হেয়ার ড্রায়ারের ক্ষেত্রে হয়ে থাকে। প্রেসার কুকারের সাহায্যে এই অভিনব চুল শুকানোর পদ্ধতি কিন্তু বেশ মন পছন্দ হয়েছে দর্শকদের। ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক ভিউ পেয়ে গিয়েছে।

Advertisements

ইনস্টাগ্রামে ব্ল্যাকলাভার ওএক্স নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, সস্তার হেয়ার ড্রায়ার। ভিডিওটি দেখে উচ্ছসিত দর্শক নানা মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

হেয়ার ড্রায়ারের জায়গায় এমন সহজলভ্য জিনিস কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করেছে মানুষের। চুল শুকানোর এক নতুন পদ্ধতি খুঁজে পেয়েছেন মানুষ।

Advertisements