নিজস্ব প্রতিবেদন : প্রিয়জনের শোক কখনো কখনো মানুষকে পাথর করে দেয়, কখনো আবার তা মানুষের ভিতরকার যাবতীয় সংকীর্ণতাকে ভেঙে মহৎ করে তোলে। মুম্বইয়ের বাসিন্দা শাহনাজ শেখের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। শাহনাজের প্রিয়জন গতবছর করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছিলেন।
চোখের সামনে অক্সিজেনের অভাবে কাছের মানুষের মৃত্যু দেখে শাহনাজ সিদ্ধান্ত নিয়েছিলেন অক্সিজেন আর জীবনদায়ী ওষুধের অভাবে আর কাউকে মরতে দেবেন না, তাই সাধ্যমত নিজের প্রতিজ্ঞা পূরণের চেষ্টা করে চলেছেন।
মুম্বইয়ের মালাডের মালভানির বাসিন্দা শাহনাজের নিজস্ব একটি বেসরকারি সংস্থা আছে। প্রিয়জনের মৃত্যুর পর থেকেই তিনি কিছু না কিছু ভাবে করোনা রোগীদের সাহায্য করে চলেছেন। তবে সম্প্রতি তিনি করোনা রোগীদের জন্য এক নজিরবিহীন কাজ করেছেন।
নিজের সাধের ২২ লক্ষ টাকা দামের Suv গাড়ি বিক্রি করে সেই টাকায় কোভিড রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন তিনি। করোনার এই দ্বিতীয় স্টেজে যখন প্রতিনিয়ত সংক্রমিতের গ্রাফ বেড়েই চলেছে, অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন তখন নিজের বিলাসবহুল গাড়ি ২২ লাখ টাকায় বিক্রি করে সংক্রমিত রোগীদের জন্য অক্সিজেন কিনে দিয়েছেন তিনি।
তার এই কাজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।মানবিকতা মূলক এই কাজের জন্য সকলে তাকে হিরো বলে সম্বোধন করলেও মানুষ হিসেবে এই কাজ করাকে তিনি নিজের কর্তব্য বলেই মনে করেছেন।
Mumbai: Two friends Shahnawaz Hussain & Abbas Rizvi are providing free oxygen cylinders to patients all over Mumbai amid #COVID19. Shahnawaz says, "Till now we have provided around 250-300 cylinders. Anybody can take cylinders from us if they have a prescription from a doctor". pic.twitter.com/hlNa1vYnf3
— ANI (@ANI) June 23, 2020
People like Mr.Shahnawaz Sheikh and his team are the real heroes. Lots of Respects and ??? #covidheroes pic.twitter.com/G8GG37EdBh
— Sudha Ramen ?? (@SudhaRamenIFS) April 22, 2021
[aaroporuntag]
এই প্রসঙ্গে শাহনাজ বাবুর বক্তব্য, “গাড়ি কেনার সুযোগ ভবিষ্যতে অনেক পাবো, এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটাই আমার উচিত বলে মনে হয়েছে।”