মোবাইল ছিনতাই করতে এসে শুট আউট, আহত এক নাবালক

Shyamali Das

Published on:

Advertisements

প্রসূন দাস : মোবাইল ছিনতাই করতে এসে শুট আউট। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমে। যে ঘটনায় পায়ে গুলি লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালক। ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisements

Advertisements

জানা গিয়েছে, রবিবার রাতে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামের মহাদেব মেটে নামে এক নাবালক তার এক সঙ্গীর সঙ্গে সাইকেলে করে জামা কাপড় সেলাই করাতে গিয়েছিলেন বাজারে। ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সাইকেল চড়ে তারা দুজন মিলে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় শিমুলিয়া ব্রিজের কাছে মোটর বাইকে করে আসা দুই থেকে তিন জন দুষ্কৃতী তাদের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়।

Advertisements

এর পরেই ওই দুই যুবক চিৎকার করতে শুরু করে ‘মোবাইল চোর’, ‘মোবাইল চোর’ করে। এমন সময় হঠাৎ ওই দুষ্কৃতীরা ওই দুই যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। দুষ্কৃতীদের ছোঁড়া ওই গুলি মহাদেব মেটের পায়ে আঘাত করে। ঘটনার পরই আহত ওই যুবককে দ্রুত বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ওই হাসপাতালেই এখন ওই যুবক চিকিৎসাধীন।

আহত মহাদেব মেটে জানিয়েছেন, “রাত হয়ে যাওয়ায় আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাইকেল চড়ে আসছিলাম। ঠিক সেই সময় মোটরসাইকেল করে এসে ওই দুষ্কৃতীরা আমার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। তারপর চিৎকার করলেই গুলি করে। অন্ধকার হওয়ার কারণে ওই দুষ্কৃতীরা কারা ছিলেন তা বুঝতে পারিনি।”

তবে ছিনতাই করতে এসে এমন শুট আউটের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে এমন ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক অথবা গ্রেপ্তার হয়নি বলেই জানা যাচ্ছে।

Advertisements