নিজস্ব প্রতিবেদন : ব্যাকফ্লিপ করতে পারেনি এমন তরুণীদের অভাব নেই ভারতে। তবে বেশ কিছু তরুণীদের মধ্যে এখন নতুন চল দেখা যাচ্ছে। এই নতুন চল হলো তারা ট্রাকসুট অথবা জাম্পার্স না পরে শাড়ি পরে এমনটা করে দেখাচ্ছেন। আর এতেই নজর কাড়ছেন তারা। এগুলি অবশ্যই প্রচলিত ধারণার বাইরে কঠিন স্টান্ট।
কঠিন এই কারণে, শাড়ি পড়ে এমন ধরনের ব্যাকফ্লিপ দেওয়ার ক্ষেত্রে যে কোন সময় বিপদ হতে পারে। তবে তারা সেই সকল প্রতিকূলতাকে সুন্দর ভাবে এড়িয়ে চলছেন। সম্প্রতি এমনই এক তরুণীর শাড়ি পরে এমন ব্যাকফ্লিপ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে শাড়ি পরা অবস্থায় এক তরুণী সিঁড়িতে ব্যাকফ্লিপ করছেন। লাল রঙের শাড়ি পরিহিত অবস্থায় ওই তরুণীর এমন ব্যাকফ্লিপ স্বাভাবিকভাবেই সবাইকে অবাক করেছে। ওই তরুণীর ব্যাকফ্লিপ করার সময় তার আশেপাশে যে সকল মানুষেরা ছিলেন তারাও তারা দাঁড়িয়ে দেখে বিস্মিত।
তবে এই ভিডিওটিতে দেখতে পাওয়া এই তরুণী যেভাবে দক্ষতার সাথে এমনটা করেছেন তা দেখে স্পষ্ট ওই তরুণী একজন প্রশিক্ষিত জিমন্যাস্ট। তার নাম জানা গিয়েছে মিশা শর্মা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই তা দ্রুত গতিতে সাধারণ মানুষদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ভিডিওটি কয়েক কোটি দর্শক দেখে ফেলেছেন। পাশাপাশি তারা কমেন্ট বক্সে ওই তরুণীর ভূয়শী প্রশংসা করেছেন।