ব্যাঙ্কের পাসবই দিয়েই করা যাবে আধার আপডেট

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে বর্তমানে আধার খুবই গুরুত্বপূর্ণ নথি। আধার ছাড়া পাওয়া যায় না সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা। এমনকি বর্তমানে আধার ছাড়া ডিজিটাল রেশন কার্ডে ভর্তুকি পাওয়া যাবে না বলেও ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। তবে এমতো অবস্থায় দেখা গিয়েছে যে আধার রয়েছে এমন বহু ব্যক্তির কোন না কোন ভুল ত্রুটি রয়েছে। সে ঠিকানার ক্ষেত্রে হোক অথবা নাম, জন্ম তারিখ। আর এই জায়গায় এবার আধার আপডেট অর্থাৎ সংশোধনের ক্ষেত্রে খুশির খবর দিল UIDAI।

সম্প্রতি UIDAI এর তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, আধার সংশোধনের জন্য গ্রাহকদের প্রমাণ স্বরূপ ভ্যালিড ডকুমেন্ট জমা দিতে হবে। আর এই নির্দেশিকাতেই আধার গ্রাহকদের ঠিকানা পরিবর্তনের জন্য ৪৫ টি ডকুমেন্ট বা নথির কথা বলা হয়েছে। এই নথিগুলির মধ্যে যেকোনো একটি দিলেই করা যাবে আধারের ঠিকানা সংশোধন বা আপডেট।

ঠিকানা আপডেট করার জন্য যে ৪৫ টি ভ্যালিড ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে একটি রয়েছে ব্যাঙ্কের পাসবই। অর্থাৎ আধারের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ব্যাঙ্কের পাসবই ব্যবহার করা যেতে পারে। তবে পাসবইয়ে অবশ্যই থাকতে হবে গ্রাহকের ছবি এবং ব্যাঙ্কের স্ট্যাম্প ও আধিকারিকের স্বাক্ষর।

UIDAI এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, “আধারের ঠিকানা পরিবর্তনের জন্য UIDAI ৪৫ টি ডকুমেন্ট গ্রহণ করে থাকে। যাদের মধ্যে একটি হলো ব্যাঙ্কের পাসবই। তবে এখানে অবশ্যই গ্রাহকের ছবি ব্যাঙ্কের ষ্ট্যাম্প এবং স্বাক্ষর থাকতে হবে। তা না হলে এটিকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে না।”

আধারের ঠিকানা পরিবর্তনের জন্য বা আপডেট করার জন্য গ্রাহকরা এছাড়াও পাসপোর্ট, রেন্ট এগ্রিমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, টেলিফোন বিল, ইলেক্ট্রিসিটি বিল, জলের বিল, ভোটার আইডির মত ৪৫টি নথি ব্যবহার করতে পারেন। আর যে ৪৫টি নথির কথা বলা হয়েছে UIDAI-এর তরফ থেকে তা দেখে নিতে পারেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে।

আর এই ঠিকানা পরিবর্তন বা সংশোধন আধার গ্রাহকরা করতে পারবেন আধার এনরোলমেন্ট সেন্টার, আধার কেন্দ্র অথবা অনলাইনে। তবে অনলাইনে ঠিকানা সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে গ্রাহকের আধারের সাথে একটি মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি রেজিস্টার্ড থাকতে হবে। অন্যথায় তা অনলাইনে সংশোধন করা যাবে না।