Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তন থেকে ডাউনলোড, ৩৫-এর বেশি পরিষেবা এক অ্যাপেই

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Aadhaar কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা সহজে গ্রাহকদের সামনে তুলে ধরতে UIDAI এর তরফ থেকে আগেই একটি এক আনা হয়। যে অ্যাপটির নাম হল mAadhaar। আর সম্প্রতি এই অ্যাপে বেশকিছু নতুন অপশন সংযোজন করা হয়েছে যাতে করে গ্রাহকরা নিজেদের ঠিকানা পরিবর্তন থেকে শুরু করে Aadhaar কার্ড ডাউনলোড সহ ৩৫ টির বেশি সুবিধা পাবেন।

Advertisements

Advertisements

mAadhaar অ্যাপ ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজের আধার নম্বর দিয়ে ওই অ্যাপে প্রবেশ করে ৩৫ টির বেশি পরিষেবা পেতে পারবেন। সম্প্রতি UIDAI এর তরফ থেকে এই বিষয়ে টুইট করে জানানো হয়েছে।

Advertisements

কি কি সুবিধা রয়েছে এই অ্যাপে?

১) একবার এই অ্যাপে আধার নম্বর দিয়ে রেজিস্টার্ড করে নেওয়ার পর ব্যবহারকারীকে আর বারবার আধার নম্বর দেওয়ার প্রয়োজন নেই। এমনকি কোন জায়গায় হঠাৎ পরিচয়পত্র দেখতে চাইলে এই অ্যাপের মাধ্যমেই দেখানো যেতে পারে। এই অ্যাপের মাধ্যমে আধার দেখালে তা বৈধ বলে গণ্য হবে।

২) এই অ্যাপ থেকে ব্যবহারকারীরা অনায়াসে যেকোনো সময় তাদের কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। হারিয়ে গেলেও ডাউনলোড করে নেওয়া যাবে।

৩) অ্যাপের মাধ্যমে যেকোনো সময় আধারে নিজের ঠিকানা পরিবর্তন করা যেতে পারে। যা বর্তমানে সবথেকে সুবিধার বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

৪) সহজেই আপনার আধারের বায়োমেট্রিক বন্ধ রাখা অথবা সক্রিয় রাখার কাজ করতে পারবেন

৫) আপনার আধার কোথায় কোথায় ব্যবহার হয়েছে তার সম্পর্কেও জানতে পারবেন।

৬) আপনার আধারের সাথে কোন ব্যাংকের লিংক রয়েছে তাও জানতে পারবেন।

৭) আধারের বিভিন্ন তথ্য সংশোধন করার জন্য এই অ্যাপ থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সহজে।

৮) ব্যবহারকারী ইচ্ছে করলে তার আধার যেকোন সময় লক করতে পারেন, আবার তা সক্রিয় করতে পারেন এক নিমিষে।

৯) এই অ্যাপ থেকেই আপনার আধার সংশোধন সংক্রান্ত স্ট্যাটাস জানতে পারবেন এক নিমেষে।

১০) পাশাপাশি আপনার নিকটবর্তী কোথায় আধার সংশোধন অথবা নতুন আধার করা হচ্ছে তা-ও জানতে পারবেন।


[aaroporuntag]

এইরকম ৩৫ টির বেশী পরিষেবা বর্তমানে UIDAI এর তরফ থেকে দেওয়া হচ্ছে তাদের এই mAadhaar অ্যাপে। আরও একটি বিষয়, এই অ্যাপ ব্যবহার করার জন্য অবশ্যই ব্যবহারকারীর আধারের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।

Advertisements