Aadhar Update: দশ বছর পরপর করতে হবে আধার আপডেট, নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Aadhar Update: দশ বছর পরপর করতে হবে আধার আপডেট, নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ভারতীয় নাগরিক হবার প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয় আধার কার্ডকেও। এই কার্ডটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। প্রতিটা জিনিসেরই বৈধতার সীমা নির্ধারণ করা থাকে। ঠিক তেমনি আধার কার্ডেরও বৈধতা সীমা নির্ধারণ করা রয়েছে ১০ বছর। অর্থাৎ প্রত্যেক ১০ বছর অন্তর আধার কার্ড নতুন করে আপডেট (Aadhar Update) করাটা বাধ্যতামূলক। যদি তা না করা হয় তাহলে আধার বাতিল হতে পারে অথবা অন্য যেকোনো সমস্যায় পড়তে পারেন কার্ড হোল্ডার।

Advertisements

বহুদিন ধরে আধার কার্ড আপডেটের (Aadhar Update) কাজ শুরু হয়ে গেছে। আপাতত বিনামূল্যেই চলছে এই কাজ। তবে নির্ধারিত সময় শেষ হবার পর কেউ আধার আপডেট করতে চাইলে তাকে জরিমানা দিতে হবে। প্রথমে ১৪ই মার্চ আধার আপডেটের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এরপর সর্বসাধারণের সুবিধার্থে এই তারিখ পরিবর্তন করে শেষ তারিখ নির্ধারণ করা হয় ১৪ই জুন। কিন্তু তারপরেও আধার আপডেটের কাজ শেষ হয়নি। এখনও বহু মানুষ আছেন যাদের আধার কার্ড আপডেট করা প্রয়োজন কিন্তু এখনো করা নেই। তাদের জন্য ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত আধার আপডেটের সময় বাড়ানো হয়েছিল। অর্থাৎ আর মাত্র ৭-৮ দিন বাকি রয়েছে এর মধ্যেই আধার কার্ড আপডেট করাতে হবে। যদি তা না হয় তাহলে জরিমানা দিতে হবে কার্ড হোল্ডারকে।

Advertisements

আধারে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি ইত্যাদি বিষয়গুলি পরিবর্তন করা সম্ভব। ১০ বছর পরপর এই সমস্ত তথ্য নতুন করে আপডেট (Aadhar Update) করানোটা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যাতে আধার কার্ড নিয়ে কোনরকম সমস্যায় পড়তে না হয় গ্রাহককে। যেকোনো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আধার কার্ড প্রয়োজন পড়ে এবং সেই সমস্ত সুযোগ সুবিধা যাতে কোনো রকম বাধা ছাড়াই পাওয়া যায় তা সুনিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড আপাতত বিনামূল্যে আপডেট করা যাচ্ছে কিন্তু পরবর্তিতে এই কাজের জন্য খরচ হবে ৫০ টাকা।

Advertisements

আরো পড়ুন: আধার কার্ডের মত চালু হচ্ছে ভূ-আধার, মিলবে এইসব সুবিধা

আপনি চাইলে আপনার নিকটবর্তী আধার আপডেটের (Aadhar Update) সেন্টারে যোগাযোগ করতে পারেন। যাবতীয় তথ্য সাথে করে নিয়ে যাবেন যেমন বর্তমান ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এছাড়া আপনি চাইলে ঘরে বসেও কাজটি করে ফেলতে পারেন। নিজের মুঠো ফোনের মাধ্যমে করা যাবে আধার আপডেট। খুবই সহজ পদ্ধতিতে এই কাজ করা সম্তব। ইউআইডিএআই এর তরফ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটিতে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে নির্দিষ্ট জায়গায় নিজের আধার নম্বরটি বসালে আপনার ফোনে একটি ওটিপি জেনারেট হবে। ওটিপিটি সাবমিট করলে আপনার প্রোফাইল খুলে যাবে। সেখানে গিয়ে আপনার ঠিকানা, ফোন নম্বর, ছবি, নাম ইত্যাদি বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন আপনি।

আপনি যে বিষয়টিকে আপডেট করাতে চাইছেন নির্দিষ্ট ড্রপডাউন থেকে সেই বিষয়টিকে বেছে নিন। এরপর স্ক্যান করে আপলোড করুন। আপলোড করার জন্য জেপিজি, পিএনজি বা পিডিএফ যেকোন ফরম্যাট ব্যবহার করতে পারেন। কিন্তু আপলোড করার সময় খেয়াল রাখবেন ফাইলটির পরিমাপ যেন কোন ভাবেই দুই এমবির বেশি না হয়। আপডেট করার পর আপনার কাছে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আসবে। এই নম্বরটি যত সহকারে রেখে দেবেন যতদিন না নতুন আধার কার্ড হাতে পাচ্ছেন। আধার কার্ডের আপডেট সম্পর্কে জানতে অথবা আধার কার্ডের অবস্থান ট্র্যাক করতে এই নম্বরটি দরকার হবে।

Advertisements