নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে বর্তমানে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে Aadhaar কার্ড। আর এই কার্ড গুরুত্বপূর্ণ নথি হওয়ার কারণে কার্ড সরবরাহকারী সংস্থার তরফ থেকে অনলাইনে একাধিক পরিষেবা দেওয়া হয়ে থাকে। তবে এই সকল অনলাইন একাধিক পরিষেবার মধ্যে সম্প্রতি Aadhaar সরবরাহকারী সংস্থা UIDAI একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই পরিষেবা বন্ধ করার পাশাপাশি বিকল্প পথও দেখিয়েছে তারা।
কোন পরিষেবা বন্ধ করছে UIDAI?
UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আর আধার কার্ড রিপ্রিন্ট করার যে পরিষেবা দেওয়া হতো তা দেওয়া হবে না। এই বিশেষ পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা আধার হেলথ সেন্টারের থেকে টুইট করে জানানো হয়েছে। আধার কার্ডের এই বিশেষ পরিষেবার নিয়ে প্রশ্নোত্তর পর্বে আধার হেল্প সেন্টারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিকল্প পথ
আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই বিশেষ পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা করার পাশাপাশি জানানো হয়েছে এর বিকল্প পথ। কোনো গ্রাহকের আধার কার্ড হারিয়ে গেলে সে ক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সেই সকল গ্রাহকরা নতুন আধার PVC কার্ড অর্ডার করতে পারবেন অনলাইনে। সেক্ষেত্রে গ্রাহকদের খরচ হবে মাত্র ৫০ টাকা। পরিবর্তে একেবারে এটিএম কার্ডের মত শক্তপোক্ত আধার কার্ড গ্রাহকের বাড়িতে চলে আসবে। নতুন এই PVC আধার কার্ড রোদে অথবা জলে নষ্ট হবে না।
তবে কোনো গ্রাহক যদি বিনামূল্যে তাদের হারিয়ে যাওয়া আধার কার্ড ডাউনলোড করতে চান তার উপায়ও রয়েছে। সেক্ষেত্রে গ্রাহককে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে e-Aadhaar ফরমেটে নিজের আধার কার্ড ডাউনলোড করে নিতে হবে। তবে এই আধার কার্ড প্রিন্ট করাতে গেলেও নির্দিষ্ট একটি খরচ বহন করতে হবে গ্রাহককে। পাশাপাশি এই e-Aadhaar ফরমেটে আধার কার্ড ডাউনলোড করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক।
Dear Resident, Order Aadhaar Reprint service has been discontinued, you can order Aadhaar PVC card online, instead. You can also take a print of your e-Aadhaar if you wish to keep it in a flexible paper format.
— Aadhaar Help Centre (@Aadhaar_Care) May 26, 2021
[aaroporuntag]
অন্যদিকে PVC Aadhaar card-এর আবেদন করার জন্য গ্রাহকদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক নয়। সে ক্ষেত্রে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে PVC Aadhaar Card আবেদন করার সময় গ্রাহকের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে হাতের কাছে থাকা যেকোনো একটি মোবাইল নম্বর দিতে হবে। সেখানে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে আবেদন করা যাবে। আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের ঠিকানায় PVC Aadhaar card পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে।