নিজস্ব প্রতিবেদন : আধার নম্বর এখন ভারতীয় নাগরিকদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে জানিয়ে নতুন করে বলার কিছু নেই। ব্যাংক অ্যাকাউন্ট হোক অথবা সরকারি প্রকল্পের সুবিধা, আবার পড়াশুনা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও এই আধার নম্বর এখন আবশ্যিক।
তবে সম্প্রতি ৬ লক্ষ আধার নম্বর বাতিল করা হয়েছে, সরকারের তরফ থেকে এমনই তথ্য তুলে ধরেছেন ইলেক্ট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। গত সপ্তাহের সংসদের বাদল অধিবেশনে তিনি এই তথ্য তুলে ধরে জানিয়েছেন, এই যে বিপুল সংখ্যক আধার নম্বর বাতিল করা হয়েছে সেগুলি সবই ভুয়ো নম্বর ছিল। এই ধরনের আধার নম্বরের সন্ধান পেতেই তা বাতিল করেছে UIDAI।
এখন প্রশ্ন হল আপনার কাছে যে আধার নম্বর রয়েছে সেটি আসল কিনা যাচাই করবেন কিভাবে। এর জন্য ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/offlineaadhaar এ যেতে হবে উপভোক্তাদের। সেখানে রয়েছে Aadhaar Verify নামের একটি বিকল্প।
এছাড়াও আধার নম্বর সঠিক কিনা যাচাই করার জন্য সরাসরি যাওয়া যেতে পারে https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar লিংকে। সেখানে নিজের আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি দিতে হবে এবং স্ক্রিনে দেখানো সিকিউরিটি কোড দিয়ে ওটিপির জন্য আবেদন জানাতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সেই ওটিপি আসবে এবং সেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
এই প্রক্রিয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে জানিয়ে দেওয়া হবে আপনার আধার নম্বর আসল না নকল। আধার নম্বরটি আসল হয়ে থাকলে ওই আধার নম্বরের সঙ্গে থাকা ব্যক্তির নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য দেখানো হবে।