Aadhaar Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেইল লিঙ্ক নিয়ে বড় ঘোষণা করল UIDAI

Prosun Kanti Das

Published on:

Advertisements

New update of Aadhaar and mobile link: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) মঙ্গলবার একটি নতুন পরিষেবা নিয়ে এসেছে দেশবাসীর জন্য। আগামী দিনে দেশের মানুষজন UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তাঁদের আধারের সঙ্গে সংযুক্ত থাকা (Aadhaar Link) মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে পারবেন। এটি তাদের পক্ষে একটি বিশাল সুবিধা। UIDAI লক্ষ্য করে যে, দেশের বেশিরভাগ মানুষ তাদের Aadhaar Card-এর সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা রয়েছে কি না, সে বিষয়ে নিয়ে নিশ্চিত নন।

Advertisements

এছাড়া UIDAI-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এমন অনেকে মানুষের মনে ভয় ছিল যে, তাঁদের Aadhaar OTP অন্য কারও মোবাইল নম্বরে যেতে পারে। কিন্তু এখন এই নতুন পরিষেবার ফলে খুব সহজেই বিষয়টি তাঁরা যাচাই করে নিতে পারবেন। আপনাকে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে।

Advertisements

‘Verify email/mobile Number’ ফিচারের মধ্যেই এই পরিষেবাটি দেখতে পাবেন দেশের আপামর জনগণ। তার জন্য যেতে হবে mAadhaar App-এ। এই নতুন ফিচার দেশবাসীকে নিশ্চিত করে যে, তাঁর ইমেল/মোবাইল নম্বর শুধুমাত্র সংশ্লিষ্ট আধারের (Aadhaar Link) সঙ্গে যুক্ত করা হয়েছে।

Advertisements

নতুন এই পরিষেবার আরও একটি দিক আছে যার ফলে দেশবাসী উপকৃত হবে। হয়তো কোনও কারণবশত আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক (Aadhaar Link) করা নেই, তাহলে সে সম্পর্কে আপনাকে অবহিত করা যেতে পারে। এছাড়া তার মধ্যে দিয়েই নাগরিকদের মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় সরকার।

একটি বিবৃতিতে UIDAI-এর পক্ষ থেকে বলা হয়েছে যে, যদি আপনার মোবাইল নম্বর এরমধ্যেই ভেরিফাই করা হয়ে থাকে, তাহলে যে নম্বরটি দেওয়া হয়েছে তা ইতিমধ্যেই পুরোপুরি রেকর্ডের সঙ্গে ভেরিফাই করা। এই মেসেজটি আপনি স্ক্রিনে দেখতে পাবেন। ধরুন কোনও ব্যক্তি যদি নিজের মোবাইল নম্বর মনে রাখতে না পারেন, যেটি তিনি এনরোলমেন্টের সময় দিয়েছিলেন, তাহলে তিনি Myaadhaar পোর্টাল বা mAadhaar মোবাইল অ্যাপ থেকে নিজেদের মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট দেখে নিতে পারবেন।

Advertisements