নিজস্ব প্রতিবেদন : আমাদের দেশে আধার কার্ড অন্যান্য নথির মতো গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই আধার কার্ড দেশের বিভিন্ন অংশে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সামাজিক ক্ষেত্রে সরকারি বিভিন্ন রকম সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। রান্নার গ্যাসের সাবসিডি, রেশনে ভর্তুকি এরকম অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। এখানেই শেষ নয়, প্যান কার্ড তৈরি করা অথবা প্যান নম্বরকে জিয়ে রাখা, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট করা এসমস্ত প্রতিটি ক্ষেত্রেই আধার লিঙ্ক বাধ্যতামূলক।
এরকম পরিস্থিতিতে দিনের পর দিন আধারের ব্যবহার বেড়ে চলা এবং আধার এর গুরুত্ব অপরিসীম হয়ে পড়ায় দেশের নাগরিকরা আধার নির্ভর হয়ে পড়ছেন। এমত অবস্থায় আধারের সমস্ত তথ্য সঠিক রাখার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে দিনের পর দিন আধার সংশোধন এবং নতুন আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে আধার এনরোলমেন্ট সেন্টার অথবা আধার সম্বন্ধীয় UIDAI দ্বারা নির্বাচিত কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে। আর এই ভিড়ের মাঝে আধার আপডেট করার ক্ষেত্রে কোন ভুল হয়নি তো অথবা আপনার আধার কার্ডে কোথায় কখন কি আপডেট করা হয়েছে তা জানার জন্য সহজ পদ্ধতি নিয়ে এলো UIDAI। এছাড়াও নিয়ে আসা হয়েছে আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখার পদ্ধতি।
সাময়িক দৃষ্টিভঙ্গিতে আধার আপডেটের ইতিহাস জানাটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও এর গুরুত্ব রয়েছে গুরুগম্ভীর। কারণ আধার আপডেটের হিস্ট্রি জানা থাকলে আপনি জানতে পারবেন আধার আপডেট বা সংশোধন করার সময় কোথাও কোনো ভুল হয়েছে কিনা। এছাড়াও এই হিস্ট্রি জানা থাকলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন কোথাও আপনার আধারের ভুল আপডেট করে কেউ আপনার অনিচ্ছার বিরুদ্ধে আধার ব্যবহার করেছে কিনা। এই সকল নানা সংশয় থেকে আধার গ্রাহকদের নিশ্চিন্ত করতেই এবার UIDAI-এর তরফ থেকে অনলাইনে আধার আপডেট হিস্ট্রি দেখার ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।
অনলাইনে আধার আপডেট হিস্ট্রি দেখার পদ্ধতি
আপনার আধার কার্ডের আপডেট হিস্ট্রি দেখার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/। সেখানে ‘Update Aadhaar’ ক্যাটাগরির মধ্যে সবার শেষে রয়েছে ‘Aadhaar Update History’ বিকল্পটি, যেখানে ক্লিক করতে হবে।
এর পরেই আপনি চলে যাবেন পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট জায়গায় আপনাকে আপনার আধার নম্বর সঠিকভাবে দিতে হবে। তারপর দিতে হবে ক্যাপচা। এরপরেই ‘Send OTP’ বিকল্পে ক্লিক করতে হবে। Send OTP বিকল্পে ক্লিক করলে আপনার আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যেটিকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
নির্দিষ্ট স্থানে সঠিক ওটিপি দেওয়ার পর কনফার্ম করলেই আপনাকে UIDAI-এর তরফ থেকে দেখিয়ে দেওয়া হবে আপনার আধার কার্ডের কখন কি পরিবর্তন করা হয়েছে। আর এই আধার আপডেট হিস্ট্রি দেখে যদি আপনার কোন রকম সংশয় হয় সে ক্ষেত্রে আপনি UIDAI-এর টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ যোগাযোগ করতে পারেন।
আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখার পদ্ধতি
#AadhaarTutorials
You can get details of all biometric or demographic authentications done by you in last 6 months by using the Aadhaar Authentication History service: https://t.co/xafQdRuR9g or your #mAadhaar app. To know more, watch the Tutorial: https://t.co/GIeqH9pEuR pic.twitter.com/y69Risr0xB— Aadhaar (@UIDAI) August 6, 2020
আধার অথেন্টিকেশন হিস্ট্রি জানার জন্য আধার কার্ড ব্যবহারকারীদের ক্লিক করতে হবে https://resident.uidai.gov.in/aadhaar-auth-history লিঙ্কে। সেখানে নিজের আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপি দিয়ে পর্যায়গুলি সঠিকভাবে পূরণ করার পর শেষ ৬ মাসের আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে পাবেন। এমনকি এই আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখার ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছেমতো শেষ ছয় মাসের মধ্যে যেকোনো দিনাঙ্ক বেছে নিতে পারেন। আর এই অথেন্টিকেশন হিস্ট্রি দেখার পরও যদি কোন রকম সংশয় থাকে তাহলে গ্রাহকরা ১৯৪৭ নম্বরে যোগাযোগ করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।