কোথায়, কখন, কি জন্য ব্যবহার হয়েছে আপনার Aadhaar, জানা যাবে খুব সহজে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সরকারি নানান পরিষেবা পেতে বর্তমানে আধার অত্যাবশ্যকীয় নথিতে পরিণত হয়েছে। এটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে সরকারি ভর্তুকি থেকে পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্র, জমিজমার নথি অথবা প্রভিডেন্ট ফান্ড বা প্যান কার্ড সবেতেই প্রয়োজন হয়ে পড়েছে। যে কারণে এই আধার নম্বরের সুরক্ষার দিকটিও বর্তমানে খুব জরুরী হয়ে পড়েছে।

সুরক্ষার দিক বিচার করার ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন তাহলো আপনার আধার নম্বর কোথায়, কখন, কি জন্য ব্যবহার হয়েছে তা জানা। অথবা আপনার অজান্তে কোথাও আধার নম্বরের অপব্যবহার হয়নি তো এই প্রশ্নও থেকে যাচ্ছে। সেক্ষেত্রে উপায়! উপায় অবশ্যই রয়েছে এবং সেই উপায় অনুযায়ী আপনি নিজে থেকেই জানতে পারবেন আপনার আধার নম্বর কোথায়, কখন, কি জন্য ব্যবহার হয়েছে।

আধারের ব্যবহার কোথায় হয়েছে, কখন হয়েছে এবং কি জন্য হয়েছে তা জানার জন্য যেতে হবে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ ।

ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর হোমপেজে Aadhaar Update History নামে একটি বিকল্প থাকবে, যেটিকে বেছে নিতে হবে।

এরপর নির্দিষ্ট জায়গায় আপনার আধার নম্বর দিতে হবে, ক্যাপচা কোড দিতে হবে এবং ওটিপি জেনারেট করে নিতে হবে। আপনার আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে গেলেই আপনি আপনার আধার নম্বর কোথায়, কখন, কি জন্য ব্যবহার হয়েছে সমস্ত কিছু জেনে নিতে পারবেন।