AAI Recruitment: মোটা মাইনেতে ৮৯টি শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

Prosun Kanti Das

Published on:

Advertisements

AAI Recruitment: দেশের জনগণের জন্য আসলো কাজের দুর্দান্ত সুযোগ। শীঘ্রই কর্মী দেওয়া শুরু হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য়। শূন্যপদের জন্য নিয়োগ করা হবে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থীদের। সংস্থার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বিভিন্ন এয়ারপোর্ট বা প্রতিষ্ঠানে সুযোগ মিলবে কাজের। আগ্রহ প্রার্থীরা দেরি না করে শীঘ্রই আবেদন জমা দিন অনলাইনের মাধ্যমে।

Advertisements
আবেদন করার তারিখ:

আগামী ৩০ শে ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন (AAI Recruitment) নেওয়ার প্রক্রিয়া।

Advertisements
কোন পদের জন্য নিয়োগ করা হবে?

সংস্থায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে (AAI Recruitment) নিয়োগ করা হবে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisements
মোট শূন্যপদের সংখ্যা?

মোট শূন্যপদের সংখ্যা ৮৯। যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের বিভিন্ন জায়গায় (AAI Recruitment) পোস্টিং হতে পারে। তবে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বাসিন্দা হতে হবে।

বয়সসীমা:

যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদের (AAI Recruitment 2024) জন্য আবেদন করবে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

সংশ্লিষ্ট পদের জন্য কত বেতন দেওয়া হবে?

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৩১,০০০-৯২,০০০ টাকা। বাড়তি আরো অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই চাকরিতে।

আরও পড়ুন:APAAR CardAPAAR Card: শীঘ্রই ছাত্র-ছাত্রীদের করাতে হবে ‘আপার’ কার্ড, দেওয়া হচ্ছে আইডি নম্বর

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ার-এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। যেসব প্রার্থীরা শুধুমাত্র দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ তারাও আবেদন করতে পারে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং শারীরিক সক্ষমতা থাকা অত্যন্ত জরুরী।

কোথায় জমা নেওয়া হবে আবেদনপত্র?

যারা এই পদে আবেদন করতে আগ্রহী সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:

আবেদনের (AAI Recruitment) শেষ দিন আগামী ২৮ জানুয়ারি। এর পরে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), নথি যাচাইকরণ, মেডিক্যাল পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা এবং ফিজ়িক্যাল এনডিয়োরেন্স টেস্ট বা শারীরিক সহনশীলতার পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যারা বিস্তারিত জানতে চান তারা সংস্থার ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন।

Advertisements