দেশজুড়ে লকডাউনে বাইরে বেড়োতে ই-পাস হতে পারে আরোগ্য সেতু অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে যাচ্ছে আরোগ্য সেতু অ্যাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশবাসীকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করার জন্য আবেদন জানিয়েছেন। আরোগ্য সেতু অ্যাপ কোভিড ১৯ সংক্রমণের সন্ধান করবে এবং আপনাকে জানিয়ে দেবে আপনার চারপাশে কোন করোনা ভাইরাস সংক্রমিত রোগী আছে কিনা। সেইসঙ্গে নিজের সংক্রমণের সম্ভাবনা কতটা তাও জানাবে। বিভিন্ন রাজ্যের সহায়তা ডেস্কের ফোন নম্বরের তালিকাও জানিয়ে দেবে এই অ্যাপ। ব্যবহার করা যাবে ই-পাস হিসাবেও।

রাজ্যের ভিতরে ও রাজ্যের বাইরে গেলেও এই অ্যাপ আগামীদিনে ই-পাস হিসাবে ব্যবহার করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এক কোটির বেশি গ্ৰাহক ডাউনলোড করেছেন এই অ্যাপ। স্বাস্থ্যমন্ত্রক থেকে দেশবাসীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হচ্ছে।

কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ

১. অ্যান্ড্রয়েড ও আইওএস গ্ৰাহকরাই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। Aarogya setu নামে সার্চ করে ডাউনলোড করতে হবে।

২. ইনস্টল করার পর গ্ৰাহকরা নিজের পছন্দের ভাষা ব্যবহার করতে পারবেন। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও ভারতের অনান্য প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে।

৩. ইনফরমেশন স্ক্রিনের ওপর রেজিস্ট্রার বাটন সিলেক্ট করতে হবে।

৪. ব্লুটুথ ও জিপিএস ডেটা ব্যবহার করে ট্র্যাকিং করবে আরোগ্য সেতু অ্যাপ। এই দুই পার্মিশন দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ১০ সংখ্যার ফোন নম্বর টাইপ করতে হবে। এরপর উত্তর দিতে হবে প্রশ্নের।

ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকির পরিমাণ জানিয়ে দেবে এই অ্যাপ। সবুজ রং দেখালে আপনার সংক্রমণের সম্ভবনা কম। হলুদ রং দেখালে আপনার সংক্রমণের সম্ভবনা বেশি।
নিজেই নিজের ঝুঁকির পরিমাণ বুঝে নিয়ে এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। হেল্প সেন্টারে গিয়ে নিজের শহর সিলেক্ট করলেই পাওয়া যাবে বিভিন্ন তথ্য।