‘ভাইপো চোর’! কে বলল! গাড়ি থামিয়ে তেড়ে গেলেন অভিষেক

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ঝড় তুলেছেন তৃণমূলের নবজোয়ার (Nabajowar)কর্মসূচিতে। এই কর্মসূচি নিয়ে তিনি উত্তর থেকে দক্ষিণ রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে মিটিং মিছিল সারছেন। এরই সঙ্গে সঙ্গে চলছে রোড শো।

তবে এই নবজোয়ার কর্মসূচি চলার সময় বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল এবং রোড শোতে অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। যেমন কর্মসূচিতে বেশ কিছু জায়গায় কর্মীদের মধ্যে হাতাহাতি, ভোটবক্স লুট ইত্যাদি লক্ষ্য করা গিয়েছে। ঠিক সেই রকমই রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেক ব্যানার্জি যখন রোড শো করছেন তখন শোনা গিয়েছে ‘চোর চোর’ অথবা ‘ভাইপো চোর’ ইত্যাদির মত কটুক্তি। আর এবারও সেই রকমই একটি ঘটনার ভিডিও সামনে এলো।

তবে অন্যান্য জায়গার থেকে এবারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে কারণ অভিষেক ব্যানার্জির কর্মকাণ্ডে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেক ব্যানার্জির রোড শো’তে এইভাবে ‘ভাইপো চোর’ ডাকার পর তাকে রীতিমতো গাড়ি থেকে নামতে দেখা যায় এবং কে বলল এমন কথা তা খুঁজে বের করতে তেড়ে যেতে দেখা যায় পুলিশ থেকে অভিষেক সবাইকেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, এই ঘটনার পর অভিষেক ব্যানার্জি গাড়ি থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা সেই গলিতে ছুটে যান যেগুলি থেকে এমন ‘ভাইপো চোর’ আওয়াজ শোনা গিয়েছিল। অভিষেক ব্যানার্জিও ওই গলিতে যান। তবে কিছুক্ষণ পরেই সেই গলি থেকে বেরিয়ে আসেন। তারপর হাতজোড় করেন সেখানে উপস্থিত মানুষদের আর তারপর গাড়িতে উঠে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিওটি আপলোড করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি সুকান্ত মজুমদার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে ভিডিওটিতে ট্যাগ করে তাকে এক হাত নিয়েছেন। তবে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি BanglaXp।