বারবার ED, CBI-এর তলব! রাজ্যের অন্য দায়িত্বে অভিষেক কত টাকার সম্পত্তি বানিয়েছেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসকদল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)পরেই যার নাম আসে তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। যার হাতে শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা রাজ্যেরই একপ্রকার দায়িত্বভার রয়েছে। এমন একজন নেতাকে বারবার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক দুর্নীতির তদন্তে তলব করা হচ্ছে ED, CBI-এর তরফে। বারবার তাকে এইভাবে তলব করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কত টাকার সম্পত্তি বানিয়েছেন অভিষেক?

Advertisements

২০১৯ সালে অভিষেক ব্যানার্জির হাতে নগদ টাকা ছিল ৯২ হাজার ৫০০ টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল ৮৭ হাজার ৩০০ টাকা। অভিষেক ব্যানার্জীর ৪টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে সঞ্চিত অর্থের পরিমাণ ৬ লক্ষ ৭৯৩.৩৮ টাকা, ২০ লক্ষ ২৪ হাজার ১৭৩.১৬ টাকা, ১৩ লক্ষ ৬৮ হাজার ৯৪৮ টাকা, ১০ লক্ষ ২৬ হাজার ৮০৩.৯১ টাকা। স্ত্রী রুজিরার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যাতে রয়েছে ৫ লক্ষ ১ হাজার ৬৪৪.৪৮ টাকা এবং একটি DEPENDENT অ্যাকাউন্ট রয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৬৬৪.৭৪ টাকা। এছাড়াও সাত শতাংশ সুদে রয়েছে একটি ফিক্সড ডিপোজিট, যার অঙ্কের পরিমাণ হলো ২৫ লক্ষ টাকা।

Advertisements

ব্যাঙ্কিং অন্যান্য ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীর যেসকল বিনিয়োগ রয়েছে তা হল ৪০,১৯৮ টাকা, ৫২,৭৮২ টাকা, ৭৪৫৯ টাকা,১,৪৫,৮৫১ টাকা, ৯৪,৭০১ টাকা ইত্যাদি। এই সব মিলিয়ে অভিষেক ব্যানার্জীর মোট সঞ্চিত টাকার পরিমাণ হল ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯.৪৫ টাকা। অন্যদিকে স্ত্রী রুজিরার সঞ্চিত টাকার পরিমাণ হল ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫.৪৮ টাকা। মেয়ের নামে থাকা টাকার পরিমাণ হল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪.৭৪ টাকা।

Advertisements

অভিষেক ব্যানার্জীর রয়েছে ৩০ গ্রাম সোনা, যার মূল্য ৯৬০০০ টাকা। রয়েছে ৪০ গ্রাম রুপো, যার মূল্য ১৫০০ টাকা। স্ত্রীর যে গয়না রয়েছে তার পরিমাণ হল ২.৩ কেজি রুপো, ৬৫৮ গ্রাম সোনা এবং ধীরে সহ অন্যান্য রত্ন যাদের মোট মূল্য ২২,০০,০০০ টাকা। মেয়ের নামে রয়েছে আনুমানিক ৫০ গ্রাম সোনা। যার বাজার মূল্য ২.২ লক্ষ টাকা।

রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির এই সম্পত্তির হিসেব ২০১৯ সালের। যে সময় তিনি ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি তার সম্পত্তির হিসেব হিসাবে নির্বাচন কমিশনকে যা দিয়েছিলেন সেই তথ্য উঠে এসেছে। হলফনামায় এই সকল সম্পত্তির হিসেব দেওয়ার পাশাপাশি তার অথবা তার স্ত্রীর নামে কোন স্থাবর সম্পত্তি, কোন গাড়ি নেই বলেই দাবি করেছেন। অন্যদিকে এখন অর্থাৎ চার বছর পর অভিষেক ব্যানার্জীর সম্পত্তি কত দাঁড়িয়েছে তা জানা যায়নি।

Advertisements