করোনার রুখতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, ১৮ হলেই মিলবে টিকা, রইলো দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহামারীর আকার নিয়েছে করোনা। আর এই করোনাকে রুখে দেওয়ার জন্য এবার কেন্দ্রের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। করোনা ঠেকাতে যখন বারংবার টিকাকেই দাওয়াই হিসাবে মনে করা হচ্ছে ঠিক সেই সময়ই কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই দেওয়া হবে টিকা। এই টিকাকরণ শুরু হবে আগামী ১লা মে থেকে। এর পাশাপাশি খোলাবাজারেও পাওয়া যাবে টিকা।

Advertisements

গত কয়েকদিন ধরে দেশে করোনা গ্রাফ হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। কেন্দ্রের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয় দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর এই দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে পড়ে দেশের অধিকাংশ রাজ্য। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে যায়। দিন কয়েক ধরেই এই একই গতিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করার পাশাপাশি করোনা রুখতে উচ্চপর্যায়ের আধিকারিকদের সাথে বৈঠক করেন।

Advertisements

আর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন এবং কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বের প্রত্যেককেই টিকা পাবেন। নরেন্দ্র মোদি এই ঘোষণার পর বলেন, “ভারতের অধিকাংশ মানুষ যাতে প্রতিষেধক নিতে পারে তার জন্য গত এক বছর ধরে চেষ্টা করছে কেন্দ্র। আর এব্যাপারে ইতিমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে। আমরা আগামীদিনে এব্যাপারে আরও দ্রুত গতিতে কাজ করবো।”

Advertisements

কেন্দ্রের তরফ থেকে টিকাকরণের বিষয়ে এই সিদ্ধান্তকে টিকাকরণ প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বলে ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে প্রথম শ্রেণীর যোদ্ধা ও ৬০ বছরের বেশী এবং ৪৫ বছরের ঊর্ধ্বের কোমরবিডিটি এমন ব্যক্তিদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ৪৫ বছরের ঊর্ধ্বের প্রত্যেককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তৃতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো ১৮ বছরের ঊর্ধ্বের নাগরিকদের টিকাকরণ করার।

Advertisements