সংকটের মাঝে স্বস্তির খবর, করোনামুক্ত দেশের ২০০-র বেশি জেলা

নিজস্ব প্রতিবেদন : দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে শুক্রবার যে রিপোর্ট পেশ করা হয় তাতে জানা যায় দেশের বর্তমান পরিস্থিতিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩৪০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮৬ জনে। তবে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৫০ জন। সুস্থতার হার ২৯.৩৬ শতাংশ। বর্তমানে দেশে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭৯১৬। আর এমন সংকটের মাঝেই আরও একটি স্বস্তির খবর দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। গত ২৪ ঘণ্টায় ৩৩৯০ জন রোগীর সন্ধান পাওয়ার পাশাপাশি করোনামুক্ত হয়েছে দু’শোর বেশি জেলা।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের ২১৬ টি জেলায় কোন রকম সংক্রমণের খবর পাওয়া যায়নি। এর পাশাপাশি গত ২৮ দিনে এমন ৪২ টি জেলা রয়েছে যেখানে কারোর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। এদিন নতুন করে দেশের রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে যখন দেশজুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ তখন স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া এমন সুখবরে খুশির হাওয়া কোটি কোটি মানুষের মধ্যে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট এদিন দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে নির্দিষ্ট কিছু রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই সংক্রমণ ধরা পড়ছে বিপুল পরিমাণে। যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মাথাব্যথার কারণ হলেও ২০০ টিরও বেশি জেলাতে নতুন করে সংক্রমণ না মেলায় অনেকটাই স্বস্তি।

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এদিন বেশ কয়েকজন করোনা রোগী করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, নদীয়া করোনামুক্ত হওয়ার দিকে। আর জলপাইগুড়ি জেলা আপাতত করোনামুক্ত হয়েছে। এই জেলায় মোট চারজন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, যারা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।