নিজস্ব প্রতিবেদন : চাকরির (Job News) জন্য যারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য এবার নতুন একটি সুখবর। কর্মী নিয়োগের পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) বিজ্ঞপ্তি জারি করেছে। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ৯ হাজার ২১২ জন। যাদের মধ্যে পুরুষ ৯ হাজার ১০৫ এবং মহিলা ১০৭ জন। কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। এই সকল শূন্য পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
বিপুল সংখ্যক এই শূন্য পদে নিয়োগের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। আবেদনকারীরা চাকরির সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং আবেদন করার কাজ সেরে ফেলতে পারবেন crpf.gov.in ওয়েবসাইটে। আবেদন করার শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ এপ্রিল ২০২৩।
যে সকল চাকরি প্রার্থীরা বিপুল সংখ্যক এই শূন্য পদে যোগ দিতে চান তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮-২৭ বছর। তবে যারা চালক হিসাবে নিযুক্ত হবেন বা চাকরির জন্য আবেদন করবেন তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮-২১ বছর।
যারা আবেদন করবেন তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০ থেকে ২৫ জুনের মধ্যে। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক মাপজোক থাকছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ১৩ জুলাই।
আবেদন করার ক্ষেত্রে জেনারেল অর্থাৎ সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীদের ফি হিসাবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি নেওয়া হবে না।