নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই নাজেহাল দেশের একাধিক রাজ্য। আর এবার সেই সকল রাজ্যের মতই প্রভাব পড়তে শুরু করলো পশ্চিমবঙ্গে। করোনার এই চোখ রাঙানিতে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ছাড়ালো হাজারের বেশি। শুধু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নয়, পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বাড়তে শুরু করেছে।
স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে লক্ষ্য করা গেছে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৭৪ জন। যার পরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৮৮,১৮৯। পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা অর্ধেকেরও কম। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র ৫৩৪ জন। রাজ্যের মোট সুস্থ হয়ে উঠলেন ৫,৭১,৩৪৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২ জন। রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১০,৩৩১। আর এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৫১৩।
রাজ্যে সবথেকে বেশি আক্রান্ত দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকে। এই দুই জেলায় যথাক্রমে আক্রান্ত হয়েছেন ৩৯৯ এবং ৩৪৪ জন। হিসেব কষলে দেখা যাবে অর্ধেকের বেশি আক্রান্ত এই দুই জেলা থেকেই। এছাড়াও আক্রান্তের সংখ্যা বেড়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম সহ অন্যান্য জেলাগুলিতেও।
জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা
[aaroporuntag]
বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চিন্তা বাড়ছে প্রশাসন থেকে আমজনতার। যদিও এই এত সংখ্যক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা এবং জমায়েতের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।