AC Lowest Temperature: বাড়িতে ১৬, গাড়িতে ১৮! কেন এর নিচে করা যায় না এসির টেম্পারেচার

Prosun Kanti Das

Published on:

Advertisements

AC Lowest Temperature difference at home and car: মার্চ মাসের শুরু থেকেই শুরু হয়ে গেছে তাপপ্রবাহ। মে মাস অতিক্রান্ত হবার পরও কোন পরিবর্তন হয়নি তাপমাত্রার। মে মাসে বিক্ষিপ্তভাবে হওয়া ঝড় বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও, তাপমাত্রার উপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এই পরিস্থিতিতে শুধু ফ্যানের হাওয়ায় স্বস্তি মিলছে না। প্রয়োজন পড়ছে এসির। বাড়িতে হোক বা রাস্তায় চলন্ত গাড়ির ভিতর, এসি ছাড়া থাকার কথা ভাবতেই পারছেনা বেশিরভাগ মানুষ। এসি ব্যবহার তো করছেন কিন্তু জানেন কি এর সর্বনিম্ন তাপমাত্রা (AC Lowest Temperature) কত এবং কেন?

Advertisements

যতক্ষণ এসি চলবে, ততক্ষণই স্বস্তি। বন্ধ করলেই গরমে হাঁসফাঁস করছেন সকলেই। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যবহার করার জন্য চার চাকার গাড়িগুলিতে এসির ব্যবস্থা তো ছিলই, বর্তমানে গরম থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই ব্যবহার করা হচ্ছে এসি। বিশেষ করে শহরের দিকে এর পরিমাণ অনেক বেশি। বাড়িতে হোক বা গাড়িতে আপনিও যদি এসি ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন শিততাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত এই যন্ত্রটির তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্তই কমানো সম্ভব। এর কিন্তু বিশেষ একটি কারণ আছে। কেন এসির জন্য সর্বনিম্ন তাপমাত্রা (AC Lowest Temperature) নির্ধারণ করা হয়েছে? তা জানতে হলে আজকের প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।

Advertisements

নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বাড়িতে ব্যবহৃত এসির সর্বনিম্ন তাপমাত্রা (AC Lowest Temperature) ১৬° এবং গাড়িতে ব্যবহৃত এসির সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি নির্ধারণ করা রয়েছে। কোনোভাবেই তার নিচে নামানো সম্ভব নয় এসির তাপমাত্রা। কখনো না কখনো মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, এসি ব্যবহারের ক্ষেত্রে এই বিধি-নিসিদের কারণ কি? এই নিয়মের পিছনে রয়েছে প্রযুক্তিগত এবং আমাদের স্বাস্থ্যগত কিছু কারণ। আমাদেরকে সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Solar Air Conditioner: ইলেকট্রিক বিলের চিন্তা অতীত! এবারে এলো নতুন ধরনের এসি, তবে দাম একটু বেশি

আমরা সকলেই জানি, জলের তাপমাত্রা যত বাড়ানো হয় তত তা বাষ্পীভূত হতে থাকে। ঠিক একইভাবে তাপমাত্রা কমানো হলে জল বরফে পরিণত হয়। ঠিক এই কারণেই ঘরে বা গাড়িতে ব্যবহৃত এসির সর্বনিম্ন তাপমাত্রা (AC Lowest Temperature) নির্দিষ্ট করা থাকে। একটু ব্যাখ্যা করলে বিষয়টি বুঝতে সহজ হবে। শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির কাজ করার মূল উপাদান হল বাষ্পীভবন পদ্ধতি। অর্থাৎ এসি পার্শ্ববর্তী বায়ু থেকে তাপ শোষণ করে, তাকে বাষ্পে পরিণত করে নির্দিষ্ট অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসির তাপমাত্রা যদি অনেক নিচে নেমে যায়, তাহলে বাষ্পীভবনের সময় বরফের সৃষ্টি হতে পারে। ঠিক যেভাবে ফ্রিজের ভিতর বরফ তৈরি হয়।

তাপমাত্রা নিয়ন্ত্রণ সীমার নিচে নেমে গেলে তা সার্বিকভাবে এয়ার কন্ডিশনারটির ক্ষতি করতে পারে। এছাড়া অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব একটা উপকারী নয়। তাই জন্যে এসির ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা (AC Lowest Temperature) নির্ধারণ করা প্রয়োজন। তাছাড়া এসির ভিতরে যদি বরফ জমে যায়, তাহলে মেশিনটি তার কর্ম ক্ষমতা হারাবে এবং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অপারক হয়ে পড়বে। এসির মেশিন এবং আমাদের নিজেদের স্বাস্থ্য উভয়ের সুরক্ষার জন্যই এসি মেশিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকা আবশ্যক। এই কারণেই পারিপার্শ্বিক আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে গাড়িতে ব্যবহৃত এসির সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি এবং বাড়িতে ব্যবহৃত এসির সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

Advertisements