Advertisements

Train AC Water Leakage: টপ টপ করে কামরায় পড়ছে জল, চেন টেনে থামিয়ে দেওয়া হল দুরন্ত এক্সপ্রেস

Shyamali Das

Published on:

হাওড়া : গত কয়েক মাস ধরেই ভারতের রেল পরিষেবা বারবার চর্চায় উঠে এসেছে। এর আগেও বিভিন্ন সময় রেল পরিষেবা বারবার চর্চায় উঠে এসেছে, তবে সেসব ভালো কারণের জন্য। কিন্তু এবার বারবার ট্রেন দুর্ঘটনার কারণে ভারতীয় রেল (Indian Railways) আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। শুধু ট্রেন দুর্ঘটনা নয়, এর পাশাপাশি অন্যান্য নানান ধরনের ঘটনার কারণেও রেল এখন চর্চায়। এই যেমন ট্রেনের কামরায় টপ টপ করে জল পড়া।

Advertisements

বারবার দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন দুর্ঘটনার মতই কখনো বন্দে ভারত এক্সপ্রেস, কখনো আবার এই ধরনের প্রিমিয়াম ট্রেনের কামরায় এসির প্যানেল (Train AC Water Leakage) থেকে জল পড়ার ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে। হাজার হাজার টাকা দিয়ে ট্রেনের এসি কামরায় চড়ে এমন খারাপ অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই যাত্রীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Advertisements

এবার ট্রেনের এসি কামরায় টপ টপ করে এমন জল পড়ার ঘটনাটি ঘটেছে দুরন্ত এক্সপ্রেসে। ১২২৪৫ হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কামরায় এমন ঘটনাটি ঘটে। ট্রেনটি হাওড়া থেকে এসএমভিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এমন বিপত্তি সামনে আসে এবং যাত্রীদের তরফ থেকে উলুবেরিয়া স্টেশনে ট্রেনে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। পরে রেলের তরফ থেকে বিকল্প কোচের ব্যবস্থা করা হয় এবং ট্রেনটির গন্তব্যের দিকে রওনা দেয়।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, কী হাল নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের

শুক্রবার হাওড়া স্টেশন থেকে ট্রেনটি রওনা দেওয়ার পর এমন বিপত্তির কারণে ট্রেনটিকে উলুবেরিয়া স্টেশনে থামিয়ে দেওয়া হলে ১২টার পর থেকে ট্রেনটির দাঁড়িয়ে থাকে। ওই ট্রেনটিতে একটি দুটি কোচে নয়, তিন তিনটি কোচে এমন এসি প্যানেল লিক করে জল পড়ার ঘটনা ঘটতে দেখা যায়। সাঁতরাগাছি স্টেশনে কোচ অ্যাটেনডেন্সকে বিষয়টি জানানো হলেও তিনি তৎক্ষণাৎ কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণে উলুবেরিয়া স্টেশনে ট্রেনটি চেন টেনে থামিয়ে দেওয়া হয়।

যাত্রীদের একাংশের অভিযোগ, ট্রেনটি রওনা দেওয়ার পর থেকেই এমন সমস্যা দেখা দেয়। রেল কর্মীদের বিষয়টি জানানো হলে তারা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরামর্শ দেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা উলুবেরিয়া স্টেশনে ট্রেনটি পৌঁছাতেই চেন টেনে ট্রেনটি থামিয়ে দেন ও ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

Advertisements