নিজস্ব প্রতিবেদন : বর্তমানে এসি থেকে শুরু করে ফ্রিজ এবং অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাড়ার পাশাপাশি এই সকল জিনিসপত্রের দামও বেড়ে যায়। যদিও এই সকল সরঞ্জামের দাম এবার কমতে চলেছে বলে জানা যাচ্ছে।
একটি সর্বভারতীয় বাণিজ্যিক সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ধরনের সরঞ্জাম প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা পূজোর আগে ইনপুট খরচ ব্রাশ করতে চলেছে। যে কারণে এই সকল সরঞ্জাম কেনার ক্ষেত্রে যখন হাতে ছেঁকা পেতে হচ্ছে সেই সময় দাম কমার খবর স্বস্তি দিয়েছে প্রতিটি মানুষকে।
এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন ইত্যাদি সরঞ্জামের ক্ষেত্রে দাম কমানো হবে বলে জানানো হয়েছে। এই সকল সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে কপার, স্টিল, অ্যালুমনিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয়। এই সকল কাঁচামালের দাম গত তিন মাস ধরে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যদিও হাল ফেলে এই সকল জিনিসপত্রের দাম কিছুটা হলেও কমেছে। এই সকল কাঁচামালের দাম কমার ফলে এই ধরনের ইলেকট্রিক সারঞ্জাম তৈরি প্রস্তুতকারী সংস্থাগুলির পক্ষে অনেক সুবিধা হয়েছে।
অন্যদিকে দাম কমার কারণ হিসেবে জানা যাচ্ছে, এই ধরনের ইলেকট্রিক সরঞ্জাম প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা তাদের পুরাতন স্টক খালি করতে চাইছে। টক খালি করা এবং কাঁচা মালের দাম কমার পরিপ্রেক্ষিতেই অদূর ভবিষ্যতে এই সকল ইলেকট্রিক সারঞ্জামের দাম অনেকটাই কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ব্রোকারেজ সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, “ইনপুট মূল্যের সংশোধনের সঙ্গে দাম বাড়ানোর প্রয়োজনীয়তা অনেকটাই কমেছে। আমরা বিশ্বাস করি যে, কোম্পানিগুলি এই সেগমেন্টের একাধিক প্রডাক্টের দাম বাড়িয়েছে, যা সত্যিই অপরিহার্য ছিল। ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি গত দুই বছরে ২০% এর বেশি ছিল।”